বহরমপুর: ১৩ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। এদিকে ভোটের মুখে মুর্শিদাবাদে বারবার বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসছে। ঠিক এমনই এক আবহে বহরমপুরে ভোটপ্রচারে এসে ঝড় তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মূলত রাজ্যে যখন যখন কোনও তিক্ত ঘটনা সামনে এসেছে, ঠিক সেই সময়েই তৃণমূলের শীর্ষ নের্তৃত্বের মুখে যোগী রাজ্যের নাম শোনা গিয়েছে। এদিন সেই তত্ত্ব ওড়ালেন যোগী। 


গোটা বাংলায় ঘটে চলা একের পর এক হিংসাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখালেন।  নিশানা করলেন শাসকদলকে।  তিনি এদিন বলেন, 'রামনবমী কিংবা দুর্গাপুজোয় কখনও উত্তরপ্রদেশে হিংসা হয় না। গত সাতবছরে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গা হয়নি, কারফিউ হয়নি। উত্তরপ্রদেশে এরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হত। এমন শাস্তি দেওয়া হত যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত। দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন।'


যোগী বলেন,' কংগ্রেস-সিপিএম-তৃণমূল বাংলাকে রক্তাক্ত করেছে। মাফিয়া মানুষের রক্ত শুষে নিচ্ছে। রামনবমীর সময় দাঙ্গা হয়। তারা সরকারি প্রশ্রয় পায়। সন্দেশখালির ঘটনায় অপরাধীদের সরকার প্রশ্রয় দেয়। কেন্দ্রীয় সরকার যে সহায়তা পাঠায়, তা জনতা পায় না। তৃণমূল তা নিজেদের গুন্ডাদের মধ্যে বন্টন করে। জনতা তার লাভ পায় না। রামনবমীতে উত্তরপ্রদেশে একটি দাঙ্গা হয়নি। আমি ৭ বছর মুখ্যমন্ত্রী, একবারও দাঙ্গা হয়নি। কারফিউ হয়নি। ইডিপি মে সব চাঙ্গা হে। এখানে রামনবমীতে দাঙ্গা হয়েছে। বোমাবাজি হয়েছে। কেউ জয় শ্রী রাম বললে, এখানকার সরকার গ্রেফতার করে।' 


তাঁর কথায়,' উত্তরপ্রদেশে বড বড় দুর্গাপুজো হয়। কোথাও কোনও দাঙ্গা হয় না। কারফিউ হয় না। উত্তরপ্রেদেশে দাঙ্গা হলে আমরা উল্টো ঝুলিয়ে সব সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিত। আমি শুনেছি এখানে বালি আর জোর করে ঠেকা নিয়ে শোষণ করছে। নদীর গতি চেঞ্জ করে দিচ্ছে। গরু পাচার হচ্ছে। বিজেপি বলছে, যত বড় মাফিয়া তার সম্পত্তি নিয়ে গরিবদের মধ্যে বিলি করতে পারে। বড় বড় মাফিদায়ের রাম নাম সত্য হে যাত্রায় পাঠিয়ে দিয়েছি। ' 


আরও পড়ুন, গান গেয়ে প্রধানমন্ত্রীকে নিশানা TMC প্রার্থী জুন মালিয়ার, গাইলেন..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।