কলকাতা: শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) আত্মীয় ও শাগরেদদের তলব করল ইডি । এই আত্মীয় ও শাগরেদদের কাছে শেখ শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে, ধারণা ইডি-র। ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলব করে বয়ান রেকর্ড করেছে ইডি (ED )।


শেখ শাহজাহানের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি


সন্দেশখালিকাণ্ডে সম্প্রতি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করেছে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, সিরাজ পালিয়ে যেতে পারেন। তাই দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে শেখ শাহজাহানের ভাইয়ের ছবি ও তাঁর সম্পর্কিত তথ্য। ED-র দাবি, ৫ জানুয়ারি, সন্দেশখালিতে আধিকারিকদের ওপর হামলার পর থেকেই উধাও শেখ সিরাজউদ্দিন। একাধিকবার নোটিস পাঠালেও, তিনি সাড়া দেননি বলে ED-র দাবি। ঘটনার প্রায় সাড়ে ৩ মাস পর, এবার শেখ শাহজাহানের ভাইয়ের নামে জারি হল লুকআউট সার্কুলার। শেখ শাহজাহান ও তাঁর আরেক ভাই শেখ আলমগিরকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। ED হেফাজতে নেওয়ার পর, বর্তমানে দু’জনেই জেলবন্দি।


'কেন শেখ শাহজাহান আড়ালের জন্য় তারা এখানে এসেছে? '


সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে  অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার।সুপ্রিম কোর্ট কারও নাম না নিলেও, আইনজীবীদের একাংশের ব্য়াখ্য়া, সর্বোচ্চ আদালত রাজ্য় সরকারকে এই প্রশ্নই করেছে, কেন শেখ শাহজাহান আড়ালের জন্য় তারা এখানে এসেছে? শেখ শাহজাহানকে আদালতে পেশের পরেই  বিস্ফোরক দাবি করে ED।ব্যাঙ্কশাল আদালতে পেশ করা লিখিত রিপোর্টে ED দাবি করেছে, জমি, ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাঁদের যাঁদের কাছে পৌঁছেছিল, তাঁদের মধ্যে রয়েছেন ২-৩জন মন্ত্রীও। 


কারা সেই মন্ত্রী? কবে সামনে আসবে মন্ত্রীদের নাম? 


সেই নামগুলি সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। লিখিত রিপোর্টে ED-র তরফে দাবি করা হয়েছে, এখনই শেখ শাহজাহানকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। শেখ শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ ৪ জনকে আদালতে পেশ করে ED.লিখিত রিপোর্টে ED-র তরফে এও দাবি করা হয়, ফেরি সার্ভিস-সহ একাধিক ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করেই প্রশাসন শেখ শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিয়েছিল। 'জমি-ভেড়ি দখলের টাকা পৌঁছেছিল ২-৩ জন মন্ত্রীর কাছেও',আদালতে লিখিত রিপোর্টে বিস্ফোরক দাবি ED-র।


আরও পড়ুন, 'এটা পার্টির প্রোগ্রাম নয়..', সাতসকালে BJP প্রার্থী দিলীপের হাতে হকি স্টিক !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।