নাগপুর: মানুষের হাসি-ঠাট্টা ও বিদ্রুপকে উড়িয়ে শুক্রবার সকালে প্রথম দফার লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2024) বাড়ির লোকের কোলে চেপে এসে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে ছোট মহিলা ভোটার (world’s shortest woman) জ্যোতি কিষাণ আমগে।


দু ফুটের থেকে একটু লম্বা জ্যোতি নিজের বাড়ির কাছে অবস্থিত একটি স্কুলে হওয়া ভোটগ্রহণ কেন্দ্রে পরিবারের এক সদস্যের কোলে করে এসেছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ওই মহিলা ভোটার লাল রঙের বার্বি ডল টাইপের পোশাক পরে, রক্ত রঙা লিপস্টিক মেখে হাতে কিছু আংটি পড়া অবস্থায় যখন ভোট কেন্দ্রে পৌঁছন তখন তাঁর ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন পাপারাজ্জিরা। তিনি ভোট কেন্দ্রে ঢুকে যাওয়া পর্যন্ত পাপারজ্জিরা তাঁর পিছু ছাডৃছিল না।


ভোট দেওয়ার পর উচ্ছ্বাসিত গলায় সংবাদ সংস্থা আইএএনএসকে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্যোতি বলেন, "এটা আমার দ্বিতীয়বারের লোকসভা নির্বাচন। আর আমি ইতিমধ্যেই দুটো ভোট দিয়ে দিয়েছি। যার মধ্যে একটা হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। আমি সবসময় নিজের অধিকার রক্ষার জন্য ভোট দিয়ে থাকি। কারণ একে আমি দেশের প্রতি নিজের কর্তব্য বলে মনে করি।" 


গত মাসেই নিজের অধিকারের বলে বিশ্বজুড়ে পরিচিত নাগপুরে জন্মানো জ্যোতি ভারতের নির্বাচন কমিশন ও মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে মানুষদের কাছে ভোট দেওয়ার আর্জি জানান। এপ্রসঙ্গে ৩০ বছর বয়সী মিশনস্কি ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলেন, ভোট দেওয়ার বিষয়টি আমাদের কর্তব্য ও অধিকার। আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব করার জন্য একজন ভালো নেতাকে নির্বাচিত করতে পারি।


প্রসঙ্গত উল্লেখ্য ২০১১ সালের ১৬ ডিসেম্বর জ্যোতির ১৮তম জন্মদিনের দিন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের তরফে তাঁকে সরকারিভাবে গ্রহের সবচেয়ে ক্ষুদ্র জীবিত মহিলা হিসেবে ঘোষণা করা হয়। একটি বিশেষ রোগের কারণে এই পরিস্থিতিতে থাকা জ্যোতি হলিউড ও বলিউডের সিনেমার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও কাজ করেছেন। তাঁকে নিয়ে তথ্যচিত্র তৈরি হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে অনেক প্রতিবেদনও লেখা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।  


আরও পড়ুন: কখনও বাংলাদেশ, কখনও পাকিস্তান, কখনও কাশ্মীর, বারবার অবৈধভাবে সীমান্ত পার ! ত্রিপুরায় পুলিশের জালে পাক-যুবক
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।