Lok Sabha Election Result 2024: কিছু লোক বেইমানি করেছে : বিস্ফোরক বালুরঘাটের পরাজিত TMC প্রার্থী বিপ্লব, মুখ খুললেন উত্তম বারিকও

TMC Biplab Uttam On Defeat: কেন হারলেন তৃণমূলের প্রার্থী বিপ্লব -উত্তমরা ?

Continues below advertisement

বিটন চক্রবর্তী, অভিজিৎ চৌধুরী ও আশাবুল হোসেন: 'কিছু লোক বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দলকে জানিয়েছি।' বিস্ফোরক অভিযোগ বালুরঘাটের পরাজিত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। একদিকে যখন ভোটে বিপর্যয়ের পর অসন্তোষের আগুন বঙ্গ বিজেপির অন্দরে, অন্যদিকে, তখন কাঁথিতে হেরে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করলেন পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক। 

Continues below advertisement

কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক থেকে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ভোটে হারের পরই, সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ উগরে দিলেন পরাজিত প্রার্থীরা। মালদা উত্তরে বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ শোনা গেল জেলা তৃণমূলের প্রাক্তন সভানেত্রী মৌসম বেনজির নুরের গলাতেও। মালদা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভানেত্রী মৌসম বেনজির নুর, 'ক্য়ান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেইছে যে, যেহেতু বাইরে থেকে ক্য়ান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল।'

কাঁথি লোকসভা কেন্দ্র পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, সোশ্য়াল মিডিয়ায় রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিভিন্নভাবে তাঁদের মন্তব্য় পোষণ করছেন, যে আমরা আমাদের নেতৃত্বের সহযোগিতা পাইনি।'হারের পর বিজেপির অন্দরে যেমন অন্তর্ঘাতের অভিযোগ উঠছে, তেমনই হারের পর তৃণমূলের মধ্য়েও শুরু হয়েছে কাটাছেড়া। 

 কংগ্রেসে থাকাকালীন গণি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নুর মালদা উত্তর থেকে পরপর দুবার সাংসদ হয়েছিলেন। কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই এই আসনে পরাজিত হন তিনি। এবার আর মৌসমকে মালদা উত্তর থেকে আর প্রার্থী করেনি তৃণমূল। পরিবর্তে প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে প্রার্থী করে তারা এবং হারেন তিনি। আর এরপরই আর নিজের অসন্তোষ চাপা রাখলেন না মৌসম।


  মৌসম বেনজির নুর বলেন, 'ভোটাররা হয়তো অ্য়াকসেপ্ট করতে পারেনি। মনে হচ্ছে আমার। সেটা তো আমি আগেই বলেছিলাম। বিজেপিকে আটকানোর জন্য় আমি খুব আশাবাদী ছিলাম।' তৃণমূল কংগ্রেস রাজ্য় সহ সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, 'তাহলে মুর্শিদাবাদে কী করে জিতল? তাহলে মেদিনীপুরে কী করে জিতল? ঝাড়গ্রামে কী করে জিতল? তাহলে ওরাও তো বাইরে থেকে ক্য়ান্ডিডেট হয়েছে। সেখানে তাহলে কী করে জিতল ?'হারের পর ক্ষুব্ধ কাঁথির তৃণমূল প্রার্থী অভিযোগের আঙুল দলীয় মন্ত্রী অখিল গিরির দিকে?

পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, উনি রামনগর বিধানসভা থেকে নির্বাচিত ৪-৪ বারের বিধায়ক। ওই এলাকার কর্মী-সমর্থকরা বলছেন, দেখুন ওটা লোকসভা নির্বাচন, বৃহত্তর এলাকা। তারা কোথায় কীভাবে সহযোগিতা করেছেন, কোথায় অসহযোগিতা করেছেন, সেটা তো দেখা কখনওই সম্ভব নয়। এলাকা থেকে বিভিন্নভাবে বিক্ষোভের বার্তা উঠছে। এলাকার কর্মী সমর্থকরা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা পোষণ করছেন।  

আরও পড়ুন, 'আমার বাড়িতে হামলা, আমাকেই গ্রেফতার' ! বোমা মারার অভিযোগে প্রতিবাদে গিয়ে ধৃত BJP নেতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola