Groundwater Temperature For Climate Change: জলবায়ু পরিবর্তনের জের এবার মাটির তলাতেও। মাটির নিচে জলের উষ্ণতাও বাড়বে বলে জানিয়ে দিলেন গবেষকরা। সাধারণত মাটির নিচে এই ঠা-ঠা রোদ্দুরেও জল বেশ ঠাণ্ডা থাকে। টিউবওয়েল মারফত তোলা জল খেলে প্রাণ জুড়োনোর মতো শান্তি হয়। কিন্তু জলবায়ু বদলের জেরে সেই জলও রেহাই পাবে না।


কতটা বাড়বে জলের উষ্ণতা ? 


প্রসঙ্গত, বিশ্বে এই প্রথম গ্লোবাল গ্রাউন্ডওয়াটার টেম্পারেচার মডেল (Global Groundwater Temperature Model) তৈরি করা হল। এই মডেল অনুযায়ী, ভূগর্ভস্থ জলের উষ্ণতা (Groundwater Temperature Rise) ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই এই ঘটনা ঘটবে বলে জানানো হয়েছে। জার্মানির কার্লসরুহ ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা সংবাদমাধ্যমকে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সাধারণত আবহাওয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি পরিবেশের আরও কিছু দিক উঠে আসে আলোচনায়। কিন্তু যেদিকটি নিয়ে সেভাবে আলোচনা হয় না, তা হল ভূগর্ভস্থ জল। বিজ্ঞানীদের কথায়,এবার ভূগর্ভস্থ জল নিয়েও ভাববার সময় এসে গিয়েছে। 


বাস্তুতন্ত্রের বিপদ


পৃথিবীর যত শতাংশ জল পানযোগ্য তার মধ্যে ভূগর্ভস্থ জলও রয়েছে। এই জলের তাপমাত্রা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের বিপদ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মাটির তলার জলের উপর নির্ভরশীল গোটা প্রাণীকূলই কিছু না কিছু বিপদে পড়তে পারে। 


জলের তাপমাত্রা নিয়ে সচেতন নয় সিংহভাগ দেশ


বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানীয় জল নিয়ে একটি বিশেষ তথ্য প্রকাশ করেছে তাদের রিপোর্টে। তাতে দেখা গিয়েছে, বিশ্বের ১২৫টি দেশের মধ্যে মাত্র ১৮টি দেশে পানীয় জলের তাপমাত্রা নিয়ে যথাযথ নির্দেশিকা রয়েছে। যা আদতে পানীয় জলের সমস্যাকেই আরও স্পষ্ট করে।


জলের মধ্যে অক্সিজেন থাকে। জল যত গরম হয়, এই অক্সিজেনের পরিমাণ ততই কমতে থাকে। পাশাপাশি নিউকাসল বিশ্ববিদ্যালয়ের গ্যাব্রিয়েল রাউয়ের কথায়, নদীরাও বেশ কিছু ক্ষেত্রে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। চড়া রোদে যখন নদীতে জলের মাত্রা কমে যায়, তখন কিন্তু এই জলের উপরেও ভরসা করে নদী। অন্যদিকে জলের পরিবর্তিত পরিস্থিতি জলের মধ্যে জীবাণু সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। 


আরও পড়ুন - Ozone Level Rise: কলকাতাসহ ভারতের নানা শহরে মাটির কাছাকাছি ওজোন লেয়ার ? নয়া রোগের ভয়


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে