বাঁকুড়া: রাজ্যের মধ্যে প্রথম থেকেই শিরোনামে বিষ্ণপুর লোকসভা কেন্দ্র (Bishnupur Lok Sabha Constituency)। কারণ এই কেন্দ্রের নামের সঙ্গেই উঠে আসে সৌমিত্র-সুজাতার নাম। এই কেন্দ্রে একদিকে যেমন আছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। অপরদিকে তাঁরই বিপরীতে সৌমিত্র খাঁকে দাঁড় করিয়েছে বিজেপি। আর এখানেই ট্যুইস্ট। বরাবরের মতোই বিতর্ক জিইয়ে, আজ ভোট গণনার দিনে ফের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে ফের কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (TMC Candidate Sujata Mandal)।

  


ওইরকম একটা নোংরা-আবর্জনা লোকের কোনও পরিবার হতে পারে না : সুজাতা


এদিন বেশ খোশমেজাজেই রয়েছেন সুজাতা মণ্ডল। ক্লান্ত হলেও রসিকতা করেই বলেন, 'তিন জায়গায় ঘুরতে ঘুরতে পা ধরে যাচ্ছিল। আমাকে দলীয় কর্মীরা বললেন, দিদি একটু বসুন। তাই এখন পা-গুলিকে রেস্ট দিচ্ছি।' সেটাও কি দিতে পারব না নাকি ! এরপরেই হালকা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ' সেটাও কি এক্সিট পোল ঠিক করে দেবে নাকি ?'  এরপরেই সৌমিত্র খাঁ-র নাম না করেই, 'এক ধরণের পারিবারিক যুদ্ধ..' প্রসঙ্গ উঠলে সাংবাদিককে থামিয়ে তিনি বলেন, ওইরকম একটা নোংরা-আবর্জনা লোকের কোনও পরিবার হতে পারে না।'


যদিও সুজাতার কথাকে বরাবরের মতোই গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র খাঁ


যদিও সুজাতার কথাকে বরাবরের মতোই গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন,'লড়াই চলছে, প্রতিযোগীতা হচ্ছে। আমি এতটাও মনে করিনি। এখনও অনেক রাউন্ডের গণনা বাকি, ভয়ের কোনও ব্যাপার নেই। বিষ্ণুপুরের (Bishnupur) মানুষদের ওপর ভরসা আছে। আশা রাখছি ফল ভাল হবে। যাই হোক লড়াইটা লড়াইয়ের মতো হচ্ছে।'


আরও পড়ুন, ঘাটালে এগিয়ে দেব, জোরকদমে চলছে গণনা..


প্রসঙ্গত, শুধুই বিষ্ণপুর নয়, রাজ্যের আরও একাধিক জায়গায় এবারের প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল ও বিজেপি। একসময় যারা ছিলেন পারিবারিক সম্পর্কে, তাঁদের মধ্যে অনেকেই এখন একের অপরের বিরুদ্ধে রাজনৈতিক দলে যোগদান করেছেন।  


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।