কলকাতা: ভোটে জিতে মন্ত্রিসভায় (Cabinet Ministers of Modi government) ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ (Bisnupur BJP Candidate Soumitra Khan)।  বলেছেন, 'আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গে রাজনীতির দখল নিয়ে নেব।'


'আমাকে হয়তো ভয় পায়..' মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ


এদিন সৌমিত্র খাঁ বলেছেন, 'আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গে রাজনীতির দখল নিয়ে নেব। আমি মুকুলের অনুগামী ছিলাম, গোটা রাজ্যে প্রভাব ছিল। আমার নবান্ন অভিযান দশটা আন্দোলনের মধ্যে অন্যতম। বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় অনেকে হতাশ। ২ কোটি ৩৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন, তাঁদের কাছে খারাপ বার্তা যাচ্ছে', দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র।


খারাপ ফল নিয়ে রাজ্য় নেতৃত্বের একাংশকে তুলোধনা


অপরদিকে, এতদিন, তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলত সিপিএম-কংগ্রেস। ভোটের ফলপ্রকাশের পর এবার সেই সেটিংয়ের অভিযোগ তুললেন, বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণভাবে, খারাপ ফল নিয়ে রাজ্য় নেতৃত্বের একাংশকে তুলোধনার পাশাপাশি, অভিষেকের প্রশংসা করলেন তিনি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেছেন,আমি একদম পরিষ্কার বলছি,'আমার  অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গিয়েছিল। তাছাড়া এ রেজাল্ট হতে পারে না।' বর্ধমান-দুর্গাপুর পরাজিত বিজেপি প্রার্থী  দিলীপ ঘোষ বলেছেন, 'রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেই ভাবেই নিয়েছি।'


কোন দফতরে কে ? কারা রইলেন আগের মতোই ?


ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী হলেন রাজনাথ সিংহ-ই। ফের কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী হলেন নিতিন গডকড়ী। আগের মতোই বিদেশমন্ত্রী রইলেন এস জয়শঙ্কর। অজয় টামটা, হর্ষ মলহোত্রা হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী হলেন মনোহরলাল খট্টর। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে রয়েছেন জিতনরাম মাঝি। ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীহলেন নির্মলা সীতারমন ।


জাহাজ প্রতিমন্ত্রীই রইলেন শান্তনু ঠাকুর
 
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কৃষির সঙ্গে কিষাণ কল্যাণ-পঞ্চায়েতমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী চিরাগ পাসোয়ান (এলজেপি)। ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকেও চিরাগের হাতে। অশ্বিনী বৈষ্ণবের হাতেই রেলমন্ত্রক। রেলের সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীই রইলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। জাহাজপ্রতিমন্ত্রীই রইলেন শান্তনু ঠাকুর।


আরও পড়ুন, এই তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।