কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভোট গণনা মিটতেই প্রচুর পরিমাণে বোমা উদ্ধার ( East Bardhaman Bomb Rescue)। গ্রাম সংলগ্ন চাষের জমির সেচনালাতে রাখা তিনটি জার থেকে প্রায় ২০ টি তাজা বোমা উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ (Police)। পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড।
বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা
এদিকে চাষের জমির সেচনালা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার অভিরামপুর মেঠুয়াপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এলাকায় নজরদারি চালানোর সময় জার ভর্তি বোমাগুলি উদ্ধার করে পুলিশ। সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেয় পুলিশ, পরে তাঁরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। কে বা কারা কী কারণে এই বিপুল পরিমাণে বোমা মজুত করেছিল ? তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোটের রেজাল্টের পরই একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা
ভোট মিটেছে। ফলও বেরিয়ে গেছে। কোথাও বোমাবাজি, কোথাও বাড়িতে হামলা। ভোটের রেজাল্টের পরই একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে পরপর বোমা, মধ্য়মগ্রামে একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপি কর্মীর বাড়িতে গভীর রাতে হামলা
ভাটপাড়ায় 'বোমাবাজি'বিজেপি কর্মীর বাড়িতে হামলার পরই মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কোথাও পড়েছে বোমা। কোথাও আবার বিজেপি কর্মীর বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহ পরাজিত হওয়ার পরই, মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে, এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে বোমাবাজির ঘটনা ঘটে। ৪টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, শিয়ালদায় কাল থেকে বন্ধ একাধিক প্ল্যাটফর্ম, দূরপাল্লার এই ট্রেনগুলি ছাড়বে কলকাতা স্টেশন থেকে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।