হুগলি: রাজ্যের আরও এক অন্যতম লোকসভা কেন্দ্র হল শ্রীরামপুর ( Sreerampur Constituency )। গত ২০ মে এই কেন্দ্রে ভোট হয়েছিল। এই কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা ভোটে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ গঙ্গোপাধ্যায় (TMC Candidate Kalayan Ganguly)। চব্বিশের লোকসভা ভোটেও এবার শাসক শিবিরের প্রার্থী কল্যাণ। তার বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন বাম প্রার্থী দীপ্সিতা ধর (CPM Candidate Dipsita Dhar)। 


কী আশা করছেন ?


সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর অকপটে বলেন, ভাল ফল হবে। অনেক বছর পর এই এলাকার মানুষ তাঁর নিজের ভোট নিজে দিতে পেরেছে। আমরা মানুষে ভরসা রাখছি। এবং আমার বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে থাকবে।


কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ। ঘাঁটি এটা তৃণমূলের। সেই জায়গায় দাঁড়িয়ে কোথা থেকে আশা করছেন যে, মানুষ আপনাদের উপর ভরসা করবে ? 


এক সময় অনেক জায়গায়ই সিপিএম-র শক্ত ঘাঁটি ছিল। সেটাকে হারিয়েও তৃণমূল, পরবর্তীকালে বিজেপি জিতেছে। মানুষ যেদিন মনে করে, আমার বদল দরকার, তখন আমার সাংগঠনিক জোর, কতবার জিতেছি, কিছুই ম্যাটার করে না। আমাদের সময় বহু রথী-মহারথী, তাঁরা হেরে গিয়েছিলেন। প্রথমবার এদের কাছে হেরে গিয়েছিলেন। সবথেকে ভাল উদাহরণ মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের মানুষ, তাঁর সচেতন মানুষ। তাঁরা কারও কেনা গোলাম নয়, সিপিএম-রও না, তৃণমূলের না, বিজেপির না, কারও নয়। 


দুপুর তিনটেয় পাওয়া আপডেট অনুযায়ী কে এগিয়ে কে পিছিয়ে ?


তৃণমূল প্রার্থী কল্যাণ গঙ্গোপাধ্যায় ৫০ হাজারেও বেশি ভোটে এগিয়ে। দুপুর তিনটেয় পাওয়া আপডেট অনুযায়ী প্রাপ্ত ভোট ২ লাখের উপরে। সেখানে দীপ্সিতা ধরের প্রাপ্ত ভোট প্রায় ৬০ হাজার। 


আরও পড়ুন, গণনায় ঊনিশের ধারাই কি বজায় রাখছেন দেব ? তমলুক-ঘাটালে কে এগিয়ে কে পিছিয়ে ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)