মেদিনীপুর: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সবথেকে বেশি ফোকাসে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। প্রথম কথা পূর্ব মেদিনীপুরের কথা উঠলেই 'অধিকারী গড়ের' কথা উঠে আসে। তবে চব্বিশের লোকসভা ভোটের গণনা এই মুহূর্তে মাঝপথে। গত লোকসভা ভোটগুলির নিরিখে এবার কে কোথায় দাঁড়িয়ে ? কে এগিয়ে কে পিছিয়ে ? চলুন একবার দেখে নেওয়া যাক।


দুপুর ১ টায় পাওয়া আপডেট অনুযায়ী দেখুন একনজরে


তমলুকে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
মেদিনীপুরে ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া
ঘাটালে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব
ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন


মূলত  যদি খেয়াল করা যায়, রাজ্যের এই জেলায় হেভিওয়েট কেন্দ্রগুলি হল  তমলুক, কাঁথি, ঘাটাল এবং মেদিনীপুর। পাশাপাশি হেভিওয়েট কেন্দ্র ঝাড়গ্রামও।  এবার যদি মেদিনীপুরে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে এই তিন কেন্দ্রেই উনিশে লোকসভায় দখল নেয় শাসকদল (TMC)। তবে এই অবধি সব ঠিকই ছিল। সমীকরণটা মূলত বদলায় অধিকারী পরিবারের মেজো ছেলের দল বদলের সিদ্ধান্ত। একদিকে তমলুকে ২০০৯ সালে বামেদের তিনবারের সাংসদ লক্ষণ শেঠকে হারিয়ে দেন শুভেন্দু। ২০১৬ অবধি তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। এরপর ওই কেন্দ্রের উপনির্বাচনের পর কাঁধে দায়িত্বভার নেন অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু।   


ওদিকে কাঁথি লোকসভা কেন্দ্রও অবস্থিত পূর্ব মেদিনীপুরে। এই কেন্দ্রে সবথেকে আগে যার নামটা উঠে আসে, তিনি হলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। ২০১৯ এর লোকসভা ভোটে এখানে জয়ী হয়েছিল তৃণমূল। পরিস্থিতি বদলায় কুড়িতে শুভেন্দুর বিজেপি যোগের পর। আর এবার সেই জেলাতেই কাঁথি লোকসভা থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু। আর চব্বিশের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন, পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। 


তবে পশ্চিম মেদিনীপুরে 'অধিকারী' পরিবারের কথা উঠে আসে না। কিন্তু গত লোকসভা নির্বাচনগুলিতে এই জেলার অন্যতম হেভিওয়েট কেন্দ্র ঘাটালের রাশও তৃণমূলের হাতে। মূলত তা দেবের হাত ধরেই। ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। আর চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূলের যোদ্ধা দেব। আর তাঁর বিপরীতে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন  হিরণ চট্টোপাধ্যায়।


আরও পড়ুন, সেটাও কি Exit Poll ঠিক করবে ? গণনার মাঝে চটলেন সুজাতা, নিশানায় সৌমিত্র


এবার রইল বাকি ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র। গত লোকসভা নির্বাচনে ব্যতিক্রমী সমীকরণ এনেছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ২০১৪ তৃণমূলের দখলে থাকলেও, উনিশের লোকসভা নির্বাচনে ১২ হাজার ভোটের ব্যবধানে জয় এনেছিল গেরুয়া শিবির। আর এবার সেখানে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কালীপদ সরেন খেরওয়াল। বিজেপির হয়ে প্রার্থী পদে লড়ছেন প্রণত টুডু। তবে ২০১৯ সালে পদ্ম ফোঁটে  মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও।  এবার সেখানে বিজেপির তরফে ভোটযুদ্ধে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর বিপরীতে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী পদে লড়ছেন জুন মালিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।