কলকাতা: রাত পোহালেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা (Lok Sabha Election Results 2024)। আর তার আগে জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্ট্রং রুমে রাখা রয়েছে ব্যালট বাক্স। তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলছে কড়া নজরদারি। 


উত্তরের জেলাগুলিতে নিরাপত্তা: সাত দফা লোকসভা নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ভোট হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে কোচবিহার পলিটেকনিক কলেজে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। ১৮-২৪ রাউন্ডের মধ্যে গণনা হবে। সবথেকে বেশি রাউন্ড গণনা হবে শীতলকুচি ও দিনহাটার দুটি বুথে। জলপাইগুড়ি লোকসভার জন্য গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে। চারদিকে নিরাপত্তার বেড়াজাল। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মূল গেটে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। 


কড়া নিরাপত্তা দক্ষিণবঙ্গেও: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। এখানেই স্ট্রং রুমে রাখা হয়েছে ব্যালট বক্স। চারদিকে কড়া নজরদারি। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে আসানসোল লোকসভার গণনা কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তায় চারদিক মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে মোতায়েন রাজ্য পুলিশ। CC ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। হুগলি লোকসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে হুগলি HIT কলেজে। এখানেই স্ট্রং রুম। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। শ্রীরামপুর লোকসভার জন্য শ্রীরামপুর কলেজে তৈরি করা হয়েছে গণনা কেন্দ্র। এখানেও নির্বাচনের কাজে যুক্ত কর্মী ও আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,  EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন।  ভোট গণনা পর্বের প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। সব শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: TMC-ISF সংঘর্ষের ধুন্ধুমার, ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়