কলকাতা: ব্রিগেডের প্রস্তুতি দেখতে শনিবার দুপুরে সভাস্থলে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, 'আগামীকাল দেখা হবে সবার সঙ্গে।' পাশাপাশি ট্যুইটারে জনগর্জন সভার আগেই ভিডিও পোস্ট করল তৃণমূল কংগ্রেস (TMC)।
ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে অভিষেক
মূলত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডের বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্বও। এদিকে তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিন রাস্তাঘাট সচল রাখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ।
তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিন রাস্তাঘাট সচল রাখতে একাধিক পদক্ষেপ পুলিশের
লালবাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে লালবাজারের সিনিয়র অফিসাররা দায়িত্বে থাকবেন। লালবাজার সূত্রের খবর, সমাবেশের সময় মাত্রাতিরিক্ত ভিড় হলে, ব্রিগেডে সংলগ্ন ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন হলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড এবং জওহরলাল নেহরু রোড দিয়ে। ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে।
আরও পড়ুন, ভোট ঘোষণার আগে আজ ফের রাজ্যে , বাগডোগরায় পৌঁছে কাওয়াখালির পথে প্রধানমন্ত্রী
শিয়ালদা থেকে আসা মিছিল এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে পৌঁছবে ব্রিগেডে। হাওড়া স্টেশন থেকে আসা মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে, ব্রেবোর্ন রোড হয়ে এগোবে ব্রিগেডের দিকে। দক্ষিণ কলকাতার রাসবিহারী ও হাজরা থেকে বেরনো মিছিল আশুতোষ মুখার্জি রোড হয়ে ব্রিগেডের পথে যাবে। হাওড়া এবং বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ হয়ে ব্রিগেডের পথে যাবেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)