PM Modi in Bengal : 'গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা' : মোদি

সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি। 

ABP Ananda Last Updated: 09 Mar 2024 06:23 PM

প্রেক্ষাপট

শিলিগুড়ি : আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে আজ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি। দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গে...More

PM Modi Live : 'গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা' : মোদি

'দেশবাসীর সব স্বপ্নপূরণ করেছে মোদি সরকার। অযোধ্যায় রামমন্দির হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হয়েছে। গোর্খাদের সমস্যা নিয়েও সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা।' মন্তব্য মোদির।