সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের সিপিআইএম নেতার দিলীপ ভট্টাচার্যের (CPIM Leader Dilip Bhattacharya ) প্রয়াণে তাঁর বাড়িতে তার পরিবারকে সান্তনা দিতে হাজির সংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুন সিং প্রয়াণ সিপিআইএম নেতার পরিবারকে সান্তনা দিতে আসায় 'খুশি' প্রয়াত সিপিআইএম নেতা দিলীপ ভট্টাচার্যের পরিবার।
' বাবা মারা যাওয়ার পর থেকেই ওনাকে আমি অভিভাবক হিসেবে মানি..'
ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং বলেন, 'রাজনীতির উর্ধ্বে আমি সম্পর্কটাকে মনে করি , রাজনীতির জায়গায় উনি বামপন্থী করতেন আমি বামপন্থী নই কিন্তু দাদা ভাইয়ের সম্পর্ক। আমি আগে যখন এসেছিলাম তখন আমি ওনার ছেলেকে ভুলে গেছিলাম। আমি নিশ্চিত ভাবেই পরিবারের সঙ্গে আছি। তড়িৎ বাবু আমার অভিভাবক। আমার বাবা মারা যাওয়ার পর থেকেই ওনাকে আমি অভিভাবক হিসেবে মানি।'
'রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদা সম্পর্ক..'
প্রয়াত সিপিআইএম নেতার পুত্র দীপঙ্কর ভট্টাচার্য বলেন, 'ওনার সাথে দীর্ঘদিন ধরে একটা পারিবারিক সম্পর্ক আছে এবং রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদা সম্পর্ক। আমি সব সময় ওনার সঙ্গেই থাকি। কিন্তু আমার বাবা বামপন্থী ছিলেন এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন। এবং এর আগে অর্জুন সিংহ বাড়িতে এসে আমার বাবাকে দেখে গেছেন এবং উনি বাবাকে দেখতে হাসপাতালেও তিনি গিয়েছেন।
'রাজনীতি দিয়ে মাপা উচিত নয়..'
ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন,' দুর্ভাগ্যক্রমে আমি আজকে সকালে খবরটা পেয়েছি কালকে পাইনি , আমি খবর নিয়ে দেখেছি যে কালকে রাতেই তাকে দাহ করে দিয়েছে যদি উনার বডি থাকত তাহলে আমি অবশ্যই যেতাম। এইসবকে রাজনীতি দিয়ে মাপা উচিত নয় । সৌজন্যবোধ ভাবে সবারই থাকা উচিত। একজন রাজনীতি কর্মী যেই দলেরই হোক অসুস্থ হলে তার পাশে অবশ্যই দাঁড়ানো উচিত এটা বাংলার সংস্কৃতি।
আরও পড়ুন, সিপিএম ত্রিপুরায় উঠে গেছে, বাংলার বিধানসভায় নেই : শুভেন্দু
বিস্তারিত আসছে..