সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: 'কথা দিয়েও কথা রাখেননি অভিনেতা-সাংসদ দেব। স্কুলের উন্নয়নে টাকা দেবে বলে টাকা দেয়নি', এমনই একাধিক অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি। পোস্টারে আরও লেখা, 'হিরণ জিতে দেবে টাকা।' স্বাভাভাবেই এই ঘটনায় শোরগোল দেখা যায়।


মূলত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভায় অবস্থিত খাড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়। স্কুল বিল্ডিংয়ের বেহালদশা ঘিরে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। ঠিক এমন সময়ই খড়ারে স্কুল পরিদর্শনে এসে স্কুল বিল্ডিং মেরামতের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা দিয়েছিলেন সংসদ অভিনেতা দেব ( দীপক অধিকারী) নিজেই।


কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের প্রতিশ্রুতি দেওয়া সেই টাকা এখনও স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। আর এবার ঠিক ভোটের আগেই তোলা হল সেই বিষয়। স্কুলে টাকা না দেওয়ার বিষয়টির সঙ্গে কাটমানির প্রসঙ্গটিও টেনে এনে খড়ার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় পড় পোস্টার।  বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট দিলেন সেই পোস্টার।


 এদিকে দোরগড়ায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে দেবের বিরুদ্ধে এহেনও অভিযোগ তুলে পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে শোরগোল। স্কুল ফান্ডে দেবের ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখনও পর্যন্ত দেব স্কুল কর্তৃপক্ষকে দেয়নি, তা স্বীকার করছেন স্কুল পরিচালন কমিটির থেকে  স্কুলের প্রধান শিক্ষিকা। এবার দেবের সেই কথা না রাখা বিষয়কে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের।


তবে এই টাকা না দেওয়া ইস্যুটি নিয়ে সাংসদ দেব ( দীপক অধিকারী) বলেন, 'বিষয়টি তাঁর মাথায় আছে। এক কথায় টাকা তিনি দেবেন। কাজও হবে। এমনই আশ্বাস দেন তিনি। তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, তারা রাজনীতি বোঝেন না। তারা বোঝেন স্কুলের উন্নয়ন। তারা চান দ্রুত স্কুলের উন্নয়ন। কারণ স্কুল বিল্ডিং বেহাল হবার কারণে স্কুল হচ্ছে অন্যত্র। এখন দেখার স্কুল বিল্ডিং নিয়ে রাজনীতি হয়, না বেহাল স্কুলের হাল ফেরে তারকা প্রার্থীর হাত ধরে।


আরও পড়ুন, কীর্তি আজাদ তো রিটায়ার্ড, আমি তো ফর্মে: দিলীপ ঘোষ


ঘাটালে লড়াইয়ের ময়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির।ইতিমধ্যেই তাঁরা এলাকায় জমজমাট প্রচারে দুই প্রার্থী। লোকসভা নির্বাচনে ঘাটালে সম্মুখ সমরে দুই তারকা। দেবের রোড শো-পুজো দিয়ে প্রচারে হিরণ। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব।