নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে (Lok Sabha Elections 2024) এবার চতুর্থ দফার তালিকা প্রকাশ্যে আনল কংগ্রেস (Congress Fourth Phase Candidate List)। তালিকায় স্থান পেয়েছেন ৪৬ জন। জোর জল্পনায় ইতিমধ্যেই পড়েছে সিলমোহর। কংগ্রেসের চতুর্থ তালিকায় চমক বারাণসীতে। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই।তবে যেই কথাটা রয়ে গেল, তা হল বাংলা থেকে স্থান পেল কে ?
বারাণসীতে কি সমীকরণ বদলাতে চলেছে ? মোদির বিপরীতে কে ?
সাল ২০১৮, ২০১৯। প্রি-হিস্টি বলছে, অতীতেও প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই মোদির বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমেছিলেন। কিন্তু হেরে গিয়েছেন।মূলত বহু বছর ধরেই বিজেপির শক্তিশালী ঘাঁটি বারাণসী। বারবার সেখানে গেরুয়া আবিরই উড়েছে। তবে এবার কী সমীকরণ বদলাবে কিনা, কংগ্রেসের স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ের পাল্লা ভারি হবে কিনা ? তা জুন মাসেই বোঝা যাবে।
কংগ্রেসের প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে কোথায় কে ?
কংগ্রেসের চতুর্থ তালিকায় হেভিওয়েটদের মধ্যে, রাজগড় আসন থেকে দাঁড়িয়েছেন দিগ্বিজয় সিং। পাশাপাশি আরও একটি বড় নাম পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম। তাঁকে তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে দাঁড় করিয়েছে কংগ্রেস। কংগ্রেসের চতুর্থ দফার তালিকায় একমাত্র নাম রয়েছে কোচবিহারের। যেখানে পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। ওই কেন্দ্রে তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন জগদীশচন্দ্র বাসুনিয়া। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন, বিজেপির চতুর্থ দফাতেও নেই বাংলা, বৈঠকে বঙ্গের প্রার্থী তালিকা নিয়ে কী আলোচনা ?
বিস্তারিত আসছে...
লোকসভা ভোটের আগে বড় ইস্যু বিরোধী জোট
লোকসভা ভোটের আগে বড় ইস্যু I.N.D.I.A । বিরোধী জোট নিয়ে কম অভিজ্ঞতা হয় দেশবাসীর। গত কয়েকমাসে একের পর এক বৈঠকে নানা শেড ধরা পড়েছে জাতীয় রাজনীতিতে। সেখানে কংগ্রেসের 'হাত' ধরেই একসঙ্গে পথ হেঁটেছে বামেরা। কিন্তু শাসকদলের সেই সমঝোতা হয়নি। জনগর্জন সভা থেকে ৪২ টি আসনে একেবারে প্রথম দফাতেই নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। যা প্রকৃতই চমক ছিল বলেই গুঞ্জন রাজনৈতিক মহলে। এদিকে এখনও অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রার্থী নির্বাচনে তালিকা পুরোপুরি আনার ক্ষেত্রে অপেক্ষাকৃত শ্লথ।