হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা ভোটের দুটি পর্ব হয়ে গিয়েছে, বাকি আরও পাঁচটি পর্ব। তার মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে হইচই পড়ে গেল নরেন্দ্রপুরে (Narendrapur Firearms Recovery)। পুলিশ সূত্রে খবর, বোমা তৈরির মশলাও হয় নরেন্দ্রপুর থেকে। নির্দিষ্ট করে বললে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে নরেন্দ্রপুর থেকে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। 


যা জানা গেল...
পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনের বাড়িতে অস্ত্র, গুলি, বোমা তৈরির মশলা মজুত করা হয়েছিল। এতেই শেষ নয়। পুলিশ সূত্রে আরও শোনা যাচ্ছে, ধৃত দু’জনেরই অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। এখন প্রশ্ন হল, ভোটের আগে এত অস্ত্র-গুলি, বোমার মশলা কেন মজুত করা হয়েছিল? কারা এর নেপথ্যে? উদ্দেশ্য কী ছিল? সবটাই খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।


প্রেক্ষাপট...
ভোটের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর বঙ্গবাসী আগেও শুনেছেন। তবে চলতি লোকসভা নির্বাচনে অস্ত্র উদ্ধারের সবথেকে সাড়াজাগানো ঘটনাটি ঘটে সন্দেশখালিতে। গত ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন দুপুরে সন্দেশখালিতে, সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। প্রথমে CBI-এর তল্লাশি অভিযান তার পর তাঁদের তলবে NSG-র কমান্ডোদের ঘটনাস্থলে পৌঁছনো, অত্যাধুনিক রোবট- সব মিলিয়ে টানটান মুহূর্তের সাক্ষী থেকেছেন এই রাজ্য়ের মানুষ। পরে অবশ্য বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। শাহজাহান-ঘনিষ্ঠের ডেরা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের গোটা পর্ব আদৌ সত্যি নাকি গোটাটাই সাজানো ছিল, তা নিয়ে সংশয় দেখা দেয়। এর মধ্যেই আবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শেষ পঞ্চায়েত নির্বাচনের আগেও একই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছিল রাজ্যের নানা প্রান্তে। গত বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েই বস্তাভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ অভিযান চালায়। জানা যায়, ভাঙড় ২ নম্বর ব্লকের বানিয়াড়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে এক বস্তা বোমা মেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, তার সন্ধান শুরু করে কাশীপুর থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:অমেঠিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে টিকিট কংগ্রেসের, কে এই কে এল শর্মা ?