করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী,কলকাতা: বৃহস্পতিবারই অভিমানের কথা বললেও, শুক্রবার মৌসম বেনজির নুরকে দেখা গেল মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের হয়ে প্রচার করতে। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আবার 'দলের দরজা খোলা' আছে বলে বার্তা দিয়েছেন।
রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস মৌসম বেনজির নুর বলেন,'দল যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি মেনেছি। আমার কষ্ট হলেও মেনেছি।' লোকসভা ভোটে টিকিট না পেয়ে বৃহস্পতিবারই অভিমান ঝরে পড়েছিল তাঁর গলায়। কয়েক ঘণ্টার ব্যবধানে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী যখন দলের দরজা খোলা আছে বলে বার্তা দিলেন। তখন আবার সেই মৌসম বেনজির নুরই অভিমান ভুলে নামলেন তৃণমূল প্রার্থীর প্রচারে।
১০ মার্চ জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের দিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম। তাঁর সামনেই মালদা উত্তরে তৃণমূল প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। অর্জুন সিং, শান্তনু সেন, সুনীল মণ্ডল, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের মতো অভিমান ঝরে পড়েছিল বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নুরের গলায়। এরপর থেকেই জল্পনা চলছিল, মৌসম কি ফের কংগ্রেসে ফিরতে পারেন? এরমধ্য়েই, বৃহস্পতিবার রাতে ৮টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস। যেখানে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করে কংগ্রেস।
যিনি দু'বারের বিধায়ক এবং বরকত গণি খান চৌধুরীর ভাইপো।শুক্রবার, ইংরেজবাজারের কোতয়ালিতে প্রয়াত গনি খানের মাজারে আশীর্বাদ নিয়ে প্রচার করেন ঈশা খান চৌধুরী। এরপরই, মৌসম বেনজির নুরের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। মালদা দক্ষিণ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন,মৌসম হোক, আর যে কোনও TMC লিডার হোক, যে আমাদের দল হচ্ছে, ইজ্জতের দল। আমাদের দল হচ্ছে একটা উন্নয়নের দল। সবসময় আমি বলছি যে, দরজা খোলা আছে। যারা তৃণমূল গেছে, দরজা খুলেছে ফেরত আসার জন্য কংগ্রেসে। আমার মনে হয় ওই দলে যে কেউ হোক আমি দেখছি যে কেউ ইজ্জত পায় না হয়তো।
আরও পড়ুন, গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল শুভেন্দুদের, হুঁশিয়ারি দিয়ে বললেন..
এদিকে বৃহস্পতিবারই অভিমানের কথা বললেও, শুক্রবার মৌসম বেনজির নুরকে দেখা যায় মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের হয়ে প্রচার করতে। 'তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ মৌসম বলেন, এটা ওনার ব্য়ক্তিগত মতামত। আমাদের নেত্রী দলের নেত্রী, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে প্রসূণ ব্যানার্জিকে যে ওনারা টিকিট দিয়েছেন। অবশ্যই আমার দুঃখ হয়েছে কিন্তু, আমি এখন মেনে নিয়েছি। কারণ আমি তৃণমূল কংগ্রেস করি। এবং আমি মাঠে নামব।' টিকিট না পেয়ে অভিমানের মেঘ জমেছে মৌসমের মনের কোণেও। কিন্তু, মৌসমের মনের মৌসম কী বলছে? উত্তর দেবে সময়।