Nothing: কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a)। তার মধ্যেই নতুন কিছু লঞ্চের আভাস দিয়েছে কার্ল পেয়ি (CEO Carl Pei)- র সংস্থা। চলতি সপ্তাহেই নতুন কিছু লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা। তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি ছোট ভিডিও প্রকাশ করে এই ঘোষণা করা হয়েছে। তবে কী লঞ্চ হবে কিংবা কবে লঞ্চ হবে, সেই ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছে নাথিং কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তিনটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে নাথিং সংস্থা। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ লঞ্চের পর লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ। ভারতের বাজারেও লঞ্চ হয়েছে নাথিং সংস্থার এই তিন ফোন। 


নাথিং সংস্থা এক্স মাধ্যমে তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে গত ১৮ মার্চ ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখান থেকেই আভাস পাওয়া গিয়েছে যে, নাথিং সংস্থা এবার যা লঞ্চ করতে চলেছে তা সম্ভবত এর আগে কোনও কোম্পানি লঞ্চ করেনি। নাথিং সংস্থাই প্রথম ওই প্রোডাক্ট লঞ্চ করবে। তবে কী লঞ্চ হতে চলেছে তার কোনও আভাস পাওয়া যায়নি। 


 






মার্চ মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ


লঞ্চের সময় নাথিং ফোন ২এ মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। সাদা এবং কালো রঙে নাথিং ফোন ২এ ভারতে লঞ্চ হয়েছে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন আগ্রহীরা। 


নাথিং ফোন ২এ মডেলে কী কী ফিচার রয়েছে 



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.5- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ইউজাররা তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন।

  • নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ফোন দু'দিন চালু থাকবে বলে দাবি জানিয়েছে সংস্থা। এর পাশাপাশি নাথিং সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২৩ মিনিট। আর ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৯ মিনিট। এই ফোনে ফেস আনলক ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে ?