সত্যজিৎ বৈদ্য, রুমা পাল ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ভোটগ্রহণ শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, তার আগে স্ট্রং রুমে ব্যালট বক্স ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। CC ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। অন্য দিকে, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকবেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনাকর্মী। (Lok Sabha Elections Counting Preparations)


প্রায় দেড়মাস ধরে দেশের ৫৪৩টি লোকসভা আসনে সাত দফায় ভোটগ্রহণ হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়েছে ৪২টি আসনে। নির্বাচন চলাকালীন অশান্তির খবর উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে।  কোথাও পুকুরে EVM ফেলে দেওয়া হয়েছে, কোথাও কারচুপির অভিযোগ উঠেছে ব্যালটে। নির্বাচন মিটে যাওয়ার পরও রাজ্যে অশান্তি অব্যাহত। এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগও উঠেছে। (Lok Sabha Elections 2024 Results)


সেই আবহেই মঙ্গলবার নির্বাচনের ফলপ্রকাশ। রাজ্যে বিভিন্ন দলের মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৪ জুন। এর জন্য বিভিন্ন জায়গায় স্ট্রং রুম তৈরি করে ব্যালট বাক্স রাখা হয়েছে। চার পাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। গণনাকেন্দ্রের সংখ্যা ৪১৮টি।


আরও পড়ুন: West Bengal Loksabha Elections 2024: কাল বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু'টি বুথে পুনর্নির্বাচন, অভিযোগ জানিয়েছিল BJP

কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয়, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ ও দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড গণনা হবে। দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে গণনা হবে সবথেকে কম ৯ রাউন্ড।

জানা গিয়েছে, একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না। কমিশন সূত্রে খবর, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি সাতটি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে চারটি, দার্জিলিঙে তিনটি, রায়গঞ্জে দু'টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। গণনাকেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনাকর্মী।

গণনার দিন প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে বলে খবর। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।