কলকাতা: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার আগেই প্রচারে নেমে পড়ল সিপিএম। আজ জলপাইগুড়ির রাজগঞ্জের জটিয়াখালিতে সভা  সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Selim)। অন্যদিকে, ভাঙড়ে সভা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)।


আগামীকাল তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন রাজ্য়ের ৯টি জায়গায় সভা করবে সিপিএম। সোমবার সন্দেশখালি চলো অভিযানের ডাক দিয়েছে তারা। আজ থেকে সোমবারের মধ্যে গোটা রাজ্যে মোট ১১টা সভা করার কথা রয়েছে সিপিএমের। এর মধ্যে মূল নজর থাকবে সন্দেশখালিতে। ১১ তারিখ সন্দেশখালিতে সমাবেশের আয়োজন করছে সিপিএম।প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার।মিছিলের পরে সন্দেশখালিতে সভা করবে সিপিএম।


পিছিয়ে নেই বামেরাও। সন্দেশখালি সহ নারী নির্যাতন এবং দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে শনিবার থেকেই মাঠে নেমেছে সিপিএম। আজ দুটি সভা, কাল তৃণমূলের ব্রিগেডের দিন বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং , সোমবার সন্দেশখালিতে সভা করে কর্মসূচি শেষ করবে সিপিএম।আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বঙ্গ রাজনীতিতে মেগা সানডে। তার আগেই শনিবার রাস্তায় নামল বামেরা। এদিন সন্দেশখালি-সহ নারী নির্যাতনের প্রতিবাদে এবং দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে রাজগঞ্জের জটিয়াখালিতে সভা করলেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম।
 
একই ইস্য়ুতে ভাঙড়ে সভা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী। এখানেই শেষ নয়,রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই রাজ্য়ের ৯টি সভা করবে সিপিএম।রাজ্য়ের বিভিন্ন জায়গায় মিছিল এবং অন্তত ৪০টি পথসভাও করা হবে।আর সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে সিপিএম। প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।মিছিলের পর সভা হবে সন্দেশখালিতে। এদিন সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটির ধূনচীখালি বাজারে দখল হয়ে যাওয়া পার্টি অফিস, ১২ বছর পর পুনরুদ্ধার করল সিপিএম। 


আরও পড়ুন, ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে অভিষেক


সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক  নিরাপদ সর্দার বলেন, ২০১১ সালের পর থেকে সন্দেশখালিতে ধারাবাহিকভাবে তৃণমূল লালঝাণ্ডার উপরে তারা আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবীকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসল। আমাদের লাল ঝাণ্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলো তারা দখল করে নেয়। সন্দেশখালি ইস্যুতে শুরু থেকেই সরব বামেরা। এর আগে সন্দেশখালিতে পৌঁছে গেছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। এবার সেখানে একইদিনে মিছিল ও সভা করতে চলেছে সিপিএম।