আলিপুরদুয়ার: লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) টিকিট না পেয়ে ক্ষোভ চরম পৌঁছেছিল।  কিন্তু মুহূর্তে পট বদল। মোদির সভায় থাকার পরেই জন বার্লার 'বিদ্রোহে' ইতি। লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে সমস্যা মিটিয়ে পাশে থাকার বার্তা দিলেন জন বার্লা (John Barla)।


৬ দিনেই সুর বদল


লোকসভায় টিকিট না পেয়ে 'বিদ্রোহ', ৬ দিনেই সুর বদল। মনোজ টিগ্গাকে 'ভাই' বলে সম্বোধন জন বার্লার। 'শুধু মনোজ টিগ্গা কেন, সবার জন্যই প্রচার করব। আলিপুরদুয়ারে বিজেপি পরিবারের অভিভাবক আমি। অভিভাবক হিসেবেই কাজ করব',সুর নরম করে মন্তব্য জন বার্লার। যদিও প্রেক্ষাপটটা এতটা সহজ ছিল না।


ক্ষোভের আগুন চরমে ওঠে,মনোজ টিগ্গার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন জন বার্লা


ভোটের দোরগড়ায় ডুয়ার্সের গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল চরম আকারে পৌঁছেছিল।এদিকে লোকসভা ভোটে মাদারি হাটের বিধায়ক, মনোজ টিগ্গাকে ওই কেন্দ্রে দাঁড় করিয়ে চমক দেখায় বিজেপি।এরপরেই ক্ষোভের আগুন চরমে ওঠে।আলিপুর দুয়ারে লোকসভা ভোটের টিকিট না পেয়ে মনোজ টিগ্গার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন জন বার্লা।  


এনিয়ে কম জলঘোলা হয়নি


গত কয়েকদিন ধরে এনিয়ে কম জলঘোলা হয়নি। জন বার্লা দাবি করেন, মনোজকে ছোট ভাইয়ের মতো দেখতেন, কিন্তু প্রার্থী হওয়ার পরে কোনও সাক্ষাৎ নয়। তাঁর অভিযোগ ছিল, তিনি টিকিট পাননি মনোজ টিগ্গার জন্যই। জন বার্লা স্পষ্ট বলেছিলেন, তিনি মনোজের জন্য ভোট করাবেন না। টিকিট পাইয়ে দিয়েছেন । জিতিয়েছেন। আর এখন কিনা সেই তাঁর সঙ্গে ছলনা করবে, প্রশ্ন তোলেন তিনি।এনিয়ে কম চাপ বাড়েনি বিজেপির রাজ্য নের্তৃত্বকে।


'প্রত্যাহার করলে, কথা হবে'


জন বার্লা গত কয়েকদিন আগে বলেছিলেন, প্রত্যাহার করলে, কথা হবে। না হলে কারও সঙ্গে তিনি কথা বলবেন না। তাঁর সঙ্গে ছল করা হবে, তিনি মোটেই জেতাবেন না। প্রত্যাহার করলেই কেবল মাত্র কথা হবে। এমন কি তিনি টেনে আনেন আসানসোলে ভোজপুরী নায়ক প্রার্থী পবন সিংহের ইস্যুও। শেষ অবধি ওই প্রার্থীকে তুলে নেয় বিজেপি। আর এখানেও প্রার্থী তুলে অন্য প্রার্থী দেওয়ার দিকেই ইঙ্গিত দেখিয়েছিলেন জন বার্লা।


আরও পড়ুন, 'মানুষের কাছে পৌঁছতেই..' টোটো চালিয়ে প্রচারে বাঁকুড়ার BJP প্রার্থী সুভাষ সরকার 


পটবদল


কিন্তু এরই মাঝেই পটবদল। আলিপুরদুয়ার জংশন স্টেশনে, রেলের একাধিক প্রকল্প উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে।সেখানেই সংঘাতে যবনিকা টানেন। মনোজকে ভাই বলে ডাকতে শোনা যায় জন বার্লাকে।