কলকাতা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের (Loksabha Election 2024) আগে ফিরল হলুদ ফাইল বিতর্ক। মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শাসকদলের বিধায়কের দাবি, ব্যাঙ্গালোরের একটি সংস্থায় অর্জুনের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা জমা পড়ে। হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে কী করে হয়, এই বিয়ে-বিতর্কেই এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন সিংহ। 


অর্জুনকে আক্রমণ সোমনাথের: এবারের লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির অন্যতম বড় হাতিয়ার নারী নির্যাতনের অভিযোগ। এবার পাল্টা দ্বিতীয় স্ত্রীর পরিচয় গোপনের অভিযোগকে হাতিয়ার করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ময়দানে নামল তৃণমূল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক বলেন, "আজ ওঁর পরিচয় খুঁজলাম। যদি ওঁর ব্যক্তিগত পরিচয় দিই না তাহলে আপনারা ক্যামেরাটা বন্ধ করে দেবেন। এরপর আরও আছে। হলফনামার একটা অংশ। আরও তো অনেকগুলো পাতা আছে। খুললে তো বেল নিয়ে নেবে। উনি সঠিক তথ্য দেননি। সঠিক তথ্য লাগবে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, একজন স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা ডিভোর্স না হলে দ্বিতীয় স্ত্রী হতে পারে না। সত্যর প্রমাণ তো আমি নিয়ে বসে আছি। আমি বলেছিলাম হলুদ ফাইলে আরও তথ্য আছে। যখন জেলে যাবে তখন সেসব বের করব। শুরু করেছেন অর্জুন। আমি শেষ করব।'' 


পাল্টা কী বললেন বিজেপি প্রার্থী?


ইতিমধ্যেই অর্জুন সিংয়ের দ্বিতীয় বিয়ের নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। আর এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে জবাব দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। অর্জুন সিংহ বলেন, "মানহানির মামলা করে এঁদের গুরুত্ব বাড়াব কেন, যাঁর নিজের DNA সমস্যা আছে। ওসব হলুদ ফাইল, লাল ফাইল ডাস্টবিনে পড়ে থাকে। আমি যার ফাইল রেডি করিয়ে দেব, সে কিন্তু ভেতরেই থাকবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: West Midnapore: চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ, দাসপুরে কাঠগড়ায় তৃণমূল