করাচি: বিশ্বকাপের দল থেকে বাঁ হাতি পেসার মহম্মদ আমির বাদ পড়ায় হতাশ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। এই কিংবদন্তী বাঁ হাতি পেসার বলেছেন, ‘আমরা বিশ্বকাপের দল থেকে আমিরকে বাদ দিতে পারি না। বিশ্বকাপে আমার প্রথম পছন্দের ক্রিকেটার হত আমির। কারণ, ইংল্যান্ডের পরিবেশে ও ভাল খেলে। সর্বোচ্চ স্তরে খেলার জন্য তারুণ্য ও অভিজ্ঞতা আছে আমিরের। আমি নিশ্চিত, ছন্দ ফিরে পেলে ও ফের ভাল পারফরম্যান্স দেখাবে। আমি দ্রুত শিক্ষা নিতে পারে। আশা করি ও খুব তাড়াতাড়ি আবার ভাল খেলা শুরু করবে। কারণ, পাকিস্তান দলের ওকে দরকার।’
বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক দলে সরফরাজ ও হ্যারিস সোহেল, শোয়েব মালিক ও মহম্মদ হাফিজ ছাড়া বাকি ক্রিকেটাররা সবাই তরুণ। এই বিষয়টি নিয়েও খুশি নন আক্রম। তিনি বলেছেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষে। কিন্তু অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। তাই তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ দরকার।’
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ মে। তার আগে কাউন্টি দলগুলির বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ এবং আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
বিশ্বকাপের দলে আমার প্রথম পছন্দের ক্রিকেটার ছিল মহম্মদ আমির, বলছেন ওয়াসিম আক্রম
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2019 12:31 PM (IST)
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ মে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -