অমেঠি : উত্তরপ্রদেশের অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। ২০২৯ এর লোকসভা ভোটে কংগ্রেসের গড় অমেঠি ছিনিয়ে এনেছিলেন স্মৃতি। আর সেই অমেঠি থেকেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্মৃতি। ভোটপ্রচারে নিজের কেন্দ্র চষে বেরিয়েছেন স্মৃতি। কখনও হেঁটে , কখনও স্কুটিতে। ২৯ এপ্রিল, মনোনয়ন জমা করেন স্মৃতি।
কমিশনে দেওয়া তথ্য অনুসারে, স্মৃতি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী জুবিন ইরানি দুজনেই কোটিপতি। মনোনয়ন জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় নিজের ও স্বামীর মোট সম্পত্তির কথা উল্লেখ করেছেন স্মৃতি। এই হিসব অনুসারে স্মৃতি ইরানির আছে ৮.৭৫ কোটি টাকার সম্পত্তি। তাঁর স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ৮.৮১ কোটি টাকা। ২০২৯ এর লোকসভা নির্বাচনে, স্মৃতির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪.৭১ কোটি টাকা । তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ছিল ছিল ৪.৬৭ কোটি টাকা।
সেই হিসাবে দেখতে গেলে গত পাঁচ বছরে স্মৃতির সম্পত্তি বেড়েছে ৪ কোটি ৪ লাখ ২২ হাজার ৩৪৮ টাকা। স্বামীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৯৭৬ টাকা। স্মৃতি ইরানিরও ব্যাঙ্কের লোন রয়েছে। তার প্রায় ১৬.৫ লক্ষ টাকা ঋণ রয়েছে।
স্মৃতি যখন মনোনয়ম জমা দেন , তখন তাঁর হাতে ক্যাশ টাকা ছিল, ১ লাখ ৮ হাজার, ৭৪০ টাকা। স্বামী জুবিন ইরানির হাতে ছিল ৩ লাখ ২১ হাজার ৭০০ টাকা। স্মৃতির ব্যাঙ্কে জমা রয়েছে ২ কোটি, ৫৪ লাখ, ৮ হাজার, ৪৯৭ টাকা। তাঁর স্বামীর ব্যাঙ্কে রাখা আছে ৩ কোটি, ৯৪ লাখ, ৯ হাজার ৮৯৮ টাকা। স্মৃতি বন্ডে বিনিয়োগ করেছেন, ৮৮ লক্ষ ১৫ হাজার ১০৭ টাকা। আর তাঁর স্বামীর বন্ডে বিনিয়োগের পরিমাণ, ৪৯ লক্ষ ১৫ হাজার, ৬৫৮ টাকা। এছাড়াও আছে পোস্ট অফিসে জমানো টাকা। পোস্ট অফিসে জমানোও রয়েছে ৩০ লাখ টাকার বেশি। তাঁর স্বামীও ৩ লাখ টাকা জমিয়েছেন ব্যাঙ্কে। স্মৃতির গয়নাগাটি রয়েছে ৩৭,৪৮,৪৪০ টাকার। স্মৃতির মোট স্থাবর সম্পত্তি - ৫ কোটি, ৬৬ লক্ষ, ৩০ হাজার টাকা। আর স্মৃতির অস্থাবর সম্পত্তির পরিমাণ , ৩ কোটির বেশি।
২০১৯ সালে দাখিল করা হলফনামা অনুসারে, তাঁর কোনো ঋণ ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি সোমবার অমেঠি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন সোমবার। হলফনামা অনুসারে, স্মৃতি ইরানি ১৯৯৪ সালে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য বাণিজ্য বিভাগেভর্তি হয়েছিলেন, যা তিনি সম্পূর্ণ করতে পারেননি। তারপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওপেন লার্নিং স্কুলে ভর্তি হন। এর আগে, তিনি সিবিএসই বোর্ড থেকে ১৯৯১ সালে হাই স্কুল এবং ১৯৯৩ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন।