কলকাতা: আগামীকাল ৮টি লোকসভা আসনে (Loksabha Election 2024) ভোট হচ্ছে। তার মধ্যে রয়েছে বর্ধমান-দুর্গাপুর, আসানসোলের মতো শিল্পাঞ্চল। একইসঙ্গে ভোট হচ্ছে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রেও। পাশাপাশি বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুরেও নির্বাচন রয়েছে। ৮টি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। প্রস্তুত থাকছে QRT।


মোতায়েন কেন্দ্রীয় বাহিনী: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ২ হাজার ৩৯টি স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২। আসানসোল লোকসভায় ভোট হবে ১ হাজার ৯০১টি বুথে। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩১৯টি। ভোট হচ্ছে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রেও এখানে মোট বুথ ১ হাজার ৯৪২। স্পর্শকাতর বুথ রয়েছে ৩০১টি। এর মধ্যে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। QRT-র সংখ্যা ২৫। পূর্ব বর্ধমান জেলায় মোতায়েন থাকছে ১৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানে QRT-র সংখ্যা ৩১। চতুর্থ দফা ভোটে থাকছে ৩৩ হাজার ৪৭১ জন রাজ্য পুলিশ।  রাজ্যে এই মুহূর্তে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও, এই দফায় ব্যবহার করা হবে ৫৭৮ কোম্পানি বাহিনী। এছাড়া চলছে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি।


গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের জেলায় দুটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। বীরভূমে ভোট হবে ১ হাজার ৯৪৩ বুথে। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০। বোলপুর লোকসভায় মোট বুথ ১ হাজার ৯৭৯। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৬৫৯টি। বীরভূম জেলায় মোট ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  QRT-র সংখ্যা ৩৭। ভোট হচ্ছে নদিয়ার দুটি লোকসভা আসনেও। রানাঘাট লোকসভায় মোট বুথ ১ হাজার ৯৮৩, স্পর্শকাতর বুথ রয়েছে ৪১০টি, কৃষ্ণনগর লোকসভায় ১ হাজার ৮৪১টি বুথে ভোটগ্রহণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৩৮। নদিয়া জেলায় দুটি লোকসভা কেন্দ্রে ভোটের জন্য মোতায়েন থাকছে ১৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  QRT-র সংখ্যা ৩২। চতুর্থ দফায় ভোট হচ্ছে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৮৭৯। এর মধ্যে স্পর্শকাতর ৫৫৮টি বুথ। থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। QRT-র সংখ্যা ২৩।  GPS-এর মাধ্যমে ট্র্যাক করা হবে QRT-র গতিবিধি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: PM Narendra Modi: 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না' বাংলায় এসে হুঙ্কার মোদির