হাওড়া: লিলুয়া (Liluah) প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শুরুর (Loksabha Election 2024 5th Phase Voting) আগে তাঁকে মারধর করা হয়। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগও জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। 

  


 



প্রিসাইডিং অফিসারকে মারধর: ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইস্কুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠে। অভিযোগের তির পোলিং এজেন্টদের দিকে। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। ঘটনার রিপোর্ট চান নির্বাচন কমিশন। রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। ক্ষোভ প্রকাশ করে প্রিসাইডিং অফিসার গৌতম মান্না বলেন, 'এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই।' প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ।  


কী জানালেন প্রিসাইডিং অফিসার? 


এদিন সকালে মক পোল করাতে গেলে, তিনি দেখেন কোনও এজেন্ট নেই। এরপর, ১ জন মহিলা-সহ ২ জন এজেন্ট এলে তাঁরা তাঁকে লাগাতার চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ। এদিন ওই প্রিসাইডিং অফিসার বলেন, "প্রিসাইডিং অফিসার ছিলাম। আর সাড়ে ৫ টার সময় যখন মক পোল করতে আসি, তখন এখানে কোনও এজেন্ট ছিল না।  এজেন্ট না থাকার কারণে, আমি জানাই, তখন পৌনে ৬টা-৬টা। আধঘণ্টা ক্রস হয়ে যাচ্ছে, কোনও এজেন্ট নেই। আমি কী করে মকপোল করব? ৬টা ১০-এ একজন মহিলা সহ ২ জন এজেন্ট আসে। ওরা আমাকে বলে একটাই দল। একজন মহিলাকে এজেন্ট ফর্মে সই করাতে যাচ্ছিলাম। আমাকেমারে। মহিলা বলে হাত গুটিয়ে বসেছিলাম। প্রচুর মেরেছে। মারার পর আমি কাজ করতে পারিনি। RO-কে ৯ বার ফোন করেছি। আমি জানি না কোন দলের। আমি ওদের রাজনৈতিক পরিচয় জানি না।'' একদিকে যখন মারধরের অভিযোগ, অন্যদিকে তখন আবার এই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেই ওঠে শ্লীলতাহানির অভিযোগ।           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Mamata Banerjee's Comment Controversy: 'ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে' মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস কার্তিক মহারাজের