আবির দত্ত, হুগলি: এবার হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে সেই দুই অভিনেত্রী। বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় এবং তৃণমূলের রচনা বন্দ্য়োপাধ্য়ায়। জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী দু'জনই। ভোটের সকালেই মাঠে নামলেন লকেট। একেবারে অল-আউট অ্যাটাক করলেন তৃণমূলকে। তুললেন আই-প্যাকের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ। 

Continues below advertisement

লকেটের দাবি, ভোটের আগের রাতেই টাকা নিয়ে ২০ জন আই-প্যাকের লোক হুগলি লোকসভা কেন্দ্রে ঢুকেছে। হোটেলের নাম করেই লকেট বলেন, সেখান থেকে বিভিন্ন জায়গায় আই-প্যাকের ছেলেরা ছড়িয়ে পড়ছে। টাকার থলে নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। 'ওরা আজকের দিনটা বিভিন্নভাবে কন্সপিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই'

তৃণমূলের  উদ্দেশে লকেটের হুঁশিয়ারি, 'কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব।'  

Continues below advertisement

পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। হুগলির মানুষ কাকে নির্বাচিত করেন, তা জানা যাবে ৪ জুন। অন্যদিকে হুগলির আরামবাগের খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন :                       

ভোটের সব খবর এক ক্লিকে এখানে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আজ কোথায় কোথায় ভোট, কোথায় কত বাহিনী , কোথায় কয়টি ক্যুইক রেসপন্স টিম  

  • আজ বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে নির্বাচন
  • আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট
  • মোতায়েন ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রেকর্ড সংখ্যক QRT
  • ব্যারাকপুর: ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫১ QRT
  • বনগাঁ: ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৪৪ QRT
  • হাওড়া (কমিশনারেট) : ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭৫ QRT 
  • হাওড়া (গ্রামীণ): ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০৫ QRT
  • হুগলি (গ্রামীণ): ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৬ QRT 
  • চন্দননগর (কমিশনারেট) : ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫ QRT