কলকাতা: ভোটের দিন (Loksabha Election 2024) বেলাগাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Kalyan Banerjee)। কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। একইসঙ্গে নিশানা করলেন ISF ও তাঁর প্রতিপক্ষ সিপিএমের দীপ্সিতা ধরকে। 


বেলাগাম তৃণমূল প্রার্থী: ভোটের দিন সকাল থেকেই পথে কল্যাণ। আগেও একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন। এবার বেলাগাম আক্রমণ তৃণমূল প্রার্থীর। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল থেকেই যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মদ খাচ্ছে, অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর। আক্রমণ করলেন ISF-কে। বললেন, ভোটের হাওয়া বুঝে ভোরবেলাই ফুরফুরা শরিফ থেকে চলে গিয়েছেন নৌশাদ সিদ্দিকি। দিল্লিতে গিয়ে নাচতে বললেন প্রতিপক্ষ সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে।'' পাশাপাশি ডানকুনির চাকুন্ডি হাইস্কুলে কল্যাণ অভিযোগ করেন, "বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। ওরাই ভোটারদের তাড়াবে। এমনকী, প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না।''                     


দুটি পৃথক লোকসভা কেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ: হুগলির জাঙ্গিপাড়ায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। ল্যাম্প পোস্টে বেঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেধড়ক মারে স্থানীয়রা। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে একই ঘটনার অভিযোগ সামনে এসেছে উলুবেড়িয়ায়। ভোটের (Loksabha Election 2024) ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মহিলা ভোটারদের নিরাপত্তার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের নির্বাচনী এজেন্ট মহম্মদ জাওহির রাহি। আর এরপরই ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত জওয়ানকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।                              


অন্যদিকে, বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে ১১৪ ও ১১৫ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বনগাঁর তৃণমূল প্রার্থীর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:  Loksabha Election 2024 5th Phase Voting: প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ, পদক্ষেপ নিল কমিশন