কলকাতা: বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী (Loksabha Election 2024) তালিকা প্রকাশ করল বিজেপি(BJP Candidate List)। আর গত কয়েকদিন ধরে তৈরি হওয়া জল্পনাতেই কার্যত পড়ল সিলমোহর। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
তমলুকে প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি: চলতি মাসেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বামেদের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
ফিরে দেখা যাত্রাপথ: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পড়াশোনা মিত্র ইনস্টিটিউশন মেনে। পড়াশোনা শেষে WBCS অফিসার হিসেবে পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপস করবেন না বলেই সেই চাকরি ছেড়ে দেন। আইনের জগতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ইনিংস শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। প্রায় ১০ বছর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন। যে SSC-র মামলায় বিচারপতি হিসেবে ঐতিহাসিক সব নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন সেই SSC-র আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও লড়েছিলেন আইনজীবী হিসেবে। ২০১৮ সালের ২ মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০-র ৩০ জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। ২০২৪ সালে সেই পেশায় ইতি টেনেছেন তিনি। সেই পথ ছেড়ে রাজনীতির দিকে পা বাড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গত ৭ মার্চ যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এবার তাঁকে তমলুকে প্রার্থী করল বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'টুকি-টুকি করে দেখা দিয়ে বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন' রচনাকে জবাব লকেটের