কলকাতা : তিনি ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ। এবারও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন ডায়মন্ডহারবার থেকে। তাঁর কেন্দ্রে ভোট আজই। আর তাঁর ভোট দক্ষিণ কলকাতায়। সকাল সকাল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 


অভিষেক - বার্তা 


অভিষেকের লড়াইয়ের কেন্দ্রের মধ্যে পড়ছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুুপুর, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ, এই ৭টি বিধানসভা, সবকটিই তৃণমূলের দখলে। এবারও কি তৃণমূলের উপরই ভরসা রাখবে ডায়মন্ডহারবার ?


ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বললেন, আজ যেসব কেন্দ্রে ভোট সেখানে আবহাওয়াও খারপ নেই। অতটা প্যাচপ্যাচে গরম নেই। তাই মানুষ ভোট দিতে উৎসাহ পাবেন বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ কেন্দ্রীয় বঞ্চনার কথা জানে। বিগত ৫ বছরের বঞ্চনার জবাব মানুষ দেবেন, দাবি অভিষেকের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের যে রাগ তা ইভিএমে প্রতিফলিত হবে বলে দাবি অভিষেকের ।       


বিরোধীদের অভিযোগ


একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, তখন বিজেপি প্রার্থীর অভিযোগ, ' ডায়মন্ড হারবারে কোনও ভোট হচ্ছে না। প্রতিটা বুথে গিয়ে দেখবেন কেমন ছাপ্পা চলছে। এত যে ভাইপো ডায়লগ দেয় ৪ লক্ষ ভোটে জিতবে, এত কাপুরুষ কেন? এত কাপুরুষ কেন? '  'আজকে ডায়মন্ড হারবারের ইতিহাসে কালো দিন', বলছেন সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান।  


ডায়মন্ড হারবারে অশান্তি 


সরিষায় সিপিএম সমর্থককে গুরুতর মারধরের অভিযোগ উঠল, তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সরিষায় নাহান্না সকুলের ৯২ নম্বর বুথে সিপিএম ও বিজেপির প্রতীকে কালো টেপ লাগানো ছিল বলে অভিযোগ তোলেন এই সিপিএমের সমর্থক। প্রিসাইডিং অফিসারের কাছে তিনি অভিযোগ জানান বলেও দাবি। অভিযোগ, বুথ থেকে বেরনোর পরই, পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের নেতৃত্বে সিপিএম সমর্থককে কিল-চড়-ঘুসি-লাথি মারা হয়। 


ফলতায় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী।  বেলসিংহা হাইস্কুলের সামনে বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে চলে ব্য়াপক বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে আটকাতে ফলতা রোডের ওপর বসে অবরোধ শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ' কোনও বুথে কি ভোট হচ্ছে? সব জায়গায় ক্য়ামেরা ঘুরিয়ে রাখা হয়েছে। পিছনের জানলা খুলে রাখা হয়েছে। সেখান ছাপ দেওয়া হচ্ছে, প্রিসাইডিং অফিসারের সামনে। পাশে তৃণমূলের ইলেকশন এজেন্টরা লোককে ধরে ধরে নিয়ে ছাপ দেওয়াচ্ছে। পোলিং এজেন্টদের মেরেধরে বের করে দেওয়া হয়েছে। ' 


 আরও পড়ুন :


দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?