মুর্শিদাবাদ: "নিজের আশা অনুযায়ী লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) ফলাফল হবে না বুঝতে পেরে মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Berhampore Congress candidate Adhir Chowdhury)।
সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন শুরুর আগেই নিজের দলের জয় ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, এখন বিষয়গুলো পাল্টে যাচ্ছে দেখে তিনি ভয় পাচ্ছেন। তিনি দেখছেন যা আশা করেছিলেন সেই অনুযায়ী ফলাফল হবে না, তাই মানুষকে ভুল বোঝাতে অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন। আসলে তিনি বিভিন্ন বিষয়ে ব্যর্থ হয়েছেন এবং মানুষের সামনে তাঁর মুখোশ খুলে গেছে। আমি কারও ব্যক্তিগত মতামত নিয়ে কথা বলতে না চাইলেও এটা বলতে বাধ্য হচ্ছি।"
কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপিকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুরের বিদায়ী সাংসদ। তিনি এই সরকারের ভুল কাজগুলো প্রকাশ্যে আনতে চান বলেও দাবি করেন।
এপ্রসঙ্গে অধীর বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে। আমি এই সরকারের ভুল ও অন্যায় কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই।"
এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে বাম ও কংগ্রেসের জোটের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। এখন পর্যন্ত রাজ্যে থাকা কংগ্রেসের দুটি জয়ী লোকসভা আসনের মধ্যে বহরমপুর অন্যতম। ১৯৯৯ সাল থেকে এই কেন্দ্রে জয়ী হওয়ার অধীরে চৌধুরীর কাছে এবারও তাই এই আসন জেতাটা জরুরি। আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচনের দিকেই তাই তাকিয়ে রয়েছেন তিনি। ২০১৯ সালে এই আসনে তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকারকে ৮০ হাজার ৬৯৬ ভোটে হারিয়ে ছিলেন অধীর চৌধুরী। এবার জয়ের মার্জিন কতটা বাড়ে বা কমে সেই দিকেই এখন লক্ষ্য সবার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।