সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থী (Basirhat ) । সন্দেশখালি ( Sandeshkhali) আন্দোলনে বিজেপির মুখ। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই রেখাকে ( Rekha Partra )ঘিরে নানা বিতর্ক। ভোটের দিনও বিতর্ক পিছু ছাড়ল না তাঁকে। সন্দেশখালিতে ভোট দিয়ে বেরনোর সময় বিতর্কের মাঝে রেখা পাত্র।


সন্দেশখালিতে সকাল সকালই পথে নামলেন রেখা। নিজে ভোটাধিকার প্রয়োগ করলেন। তারপর কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। বললেন, সন্দেশখালির আন্দোলন শুধুমাত্র ভোটের লড়াই নয়, মেয়েদের সম্মানরক্ষার লড়াই। সন্দেশখালির মানুষ যে জমি হারিয়েছে, তা ফিরে পাওয়ার লড়াই। তৃণমূল কংগ্রেস আমাদের এই আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করেছে। আর গোটা সন্দেশখালিই একটা পরিবার। বসিরহাটের মানুষ একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে , আশা রেখার।              


এরই  মধ্যে ভোটের দিন সকাল সকাল বিতর্কে মাঝে রেখা পাত্র। তৃণমূলের অভিযোগ,  বুথের মধ্যেই ভোটারকে ভোট দেওয়ার আবেদন জানান বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী। নকল EVM-এ কোথায় ভোট দিতে হবে, তাও নাকি দেখান বিজেপি কর্মী। আর তা নিয়েই প্রতিবাদ জানান তৃণমূল এজেন্ট।  


সন্দেশখালি আন্দোলনের মুখ রেখার সমর্থনে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন,'মা দুর্গার সত্যিকারের পূজারী তিনি (রেখা পাত্র)। বাংলায় শাহজাহান শেখের মতো অত্যাচারীদের সাহস... এরকম এক-দু'জন নেই, প্রতি গলি, প্রতি পাড়ায় এরকম লোক বসে আছে। এদের সাহস যাতে আর না বাড়ে, সেই জন্য রেখা পাত্রকে জয়ী করা জরুরি। ' 


এদিকে বসিরহাটে ভোটের আগের রাতেই ফের উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বেড়মজুরে লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা দিলেন গ্রামবাসীরা। অন্যদিকে তৃণমূলও পাল্টা অভিযোগ আনে।  তৃণমূলের বেড়মজুর ১ নম্বর আঞ্চলিক কমিটির আহ্বায়ক হলধর আড়ির দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের মতো অত্যাচার চালাচ্ছে।  


এখন সন্দেশখালি ও বসিরহাটের মানুষ রেখায় আস্থা রাখতে পারে কিনা, তা জানা যাবে ৪ জুন। 


আরও পড়ুন :                       


দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?