নয়াদিল্লি: ওঁরা খড়ের গাদায় সূচ পর্যন্ত খুঁজতে পারেন, আর একজন প্রেমিকা জোগাড় করে দিতে পারবেন না? দিল্লি পুলিশের (Delhi Police Hilarious Reply) কাছে সেই আবদারই জানিয়েছিলেন শিবম ভরদ্বাজ। রসিকতা করে সেই আবদারের জবাব দিয়েছে দিল্লি পুলিশ যা কিনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral News)। কী লিখেছে? দেখে নেওয়া যাক।
প্রেমিকার সন্ধানে...
নিখোঁজের সন্ধানে কত রকম ডায়েরিই তো পুলিশের কাছে জমা পড়ে। তবে এই 'কেস'-টা একদম আলাদা। বান্ধবীর জন্য হন্যে শিবম, দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, 'আমার জন্য কবে প্রেমিকা জোগাড় করে দেবেন? আমি সিগনাল হয়ে বসে রয়েছি। এটি ঠিক নয়। আমাকে প্রেমিকা জোগাড় করে দিতে আপনাদের সাহায্য করা উচিত।' আজ্ঞে হ্যাঁ, 'সিঙ্গল' লিখতে গিয়ে 'সিগনাল' লিখেছেন শিবম। সম্ভবত, টাইপ করতে গিয়ে ভুল। স্বভাবরসিক বলে ইন্টারনেটে জনপ্রিয় দিল্লি পুলিশ এমন ভুল নিয়ে রসিকতা করতে ছাড়েনি। পাল্টা জবাব, 'আপনি যদি সিগনালই হয়ে থাকেন, তা হলে বলব সবুজ থাকুন। একদম লাল হতে যাবেন না।' একে শিবমের এমন অদ্ভুত আর্জি, তার উপর দিল্লি পুলিশের রসপূর্ণ জবাব-- সব মিলিয়ে সোশ্য়াল মিডিয়া পোস্ট একেবারে ভাইরাল কনটেন্ট নেটদুনিয়ায়।
প্রতিক্রিয়া...
কেউ হাসির 'ইমোজি' দিয়ে ভরিয়ে দিয়েছেন, কেউ আবার লিখেছেন, 'দিল্লি পুলিশ রকস।' আর এক জনের আবার কমেন্ট, 'দিল্লি পুলিশ আমার মন জয় করে নিল।' নেটিজেনদের আর এক অংশের আবার পর্যবেক্ষণ, সত্যিই, সবুজ থাকুন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ এই পোস্ট আসতে না আসতেই তাতে ১৩ হাজার লাইক পড়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, চোর-ডাকাত হোন থেকে নিখোঁজ ব্যক্তি, চাইলে পুলিশ খুঁজতে পারে অনেককেই। কিন্তু তা হলে প্রেমিকা জোগাড়ের জন্য পুলিশের দ্বারস্থ হওয়া? এও কি সম্ভব? নাকি শিবমও রসিকতাই করেছিলেন? কারও কারও আবার জিজ্ঞাস্য, যুবক কি সত্যিই এতটা উদগ্রীব হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে হল তাঁকে? কারণ যা-ই হোক, যে ভাবে দিল্লি পুলিশ এমন আবদার সামলেছে, তাতে যারপরনাই হইচই সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, গত কাল মাঝরাতে, কাশ্মীরি গেটের কাছে দিল্লি পুলিশের মেট্রো ইউনিটে আগুন ধরে যায়। দমকলের ১২টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও সেখানে আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
আরও পড়ুন:"চোর মাচায়ে শোর", ভাঙড়ের ঘটনা নিয়ে তৃণমূলকে তোপ নৌশাদ সিদ্দিকির