প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : ২৪-এর লোকসভা ভোটে একটি নজরকাড়া কেন্দ্র বিষ্ণুপুর।  প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লড়াইয়ের ময়দানে নেমেছেন সুজাতা মণ্ডল। রোজই রাজনীতির ময়দানে ২ প্রতিপক্ষের মধ্য়ে লেগেই রয়েছে টক্কর। আর এবার, দাদাগিরি করলে তৃণমূলকে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খাঁ। তুলোধনা করলেন বড়জোড়া বিধানসভার বিধায়ককে। যা নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা।


শুক্রবার  বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, ' তৃণমূল যদি দাদাগিরি করে চামড়া তুলে দেব'। আর তা নিয়ে  বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল পাল্টা আক্রমণ শানান । শুক্রবার বড়জোড়া বিধানসভা  কেন্দ্রের অন্তর্গত ছান্দর এলাকায় প্রচার সারছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তখনই এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, মাসোহারা নেওয়াটা বন্ধ করুন, তাহলে এলাকার উন্নয়ন হবে।


এই মন্তব্য শুনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কটাক্ষ করে বলেন, 'আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন।'  'বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তিনি জেনে গিয়েছেন যে, তিনি হেরে গিয়েছেন। তাই প্রতিদিন উনি আমাদের লোকেদের গালিগালাজ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন । এগুলো বিজেপিকেই মানায়।' প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থীর পারিবারিক শিক্ষা নিয়েও। সুজাতা বলেন,' ৪ঠা জুন ফলাফল বেরনো শুধু সময়ের অপেক্ষা। আজ উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, যেভাবে রোজ আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমড় ভেঙে দেবেন এই ধরনের হিংসার কথা, হুমকি-ধমকির কথা বিজেপির মুখেই মানায়।' 


২৫ মে, শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট। কী রায় দিল বিষ্ণুপুর, জানা যাবে ৪ ঠা জুন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পার করেন সৌমিত্র। ২০২১-এ বিধানসভা ভোটের আগে, তৃণমূলে যোগ দেন সুজাতা। এখন দেখার বিষ্ণুপুর কাকে বেছে নেয়। 


 


আরও পড়ুন : 


 নেই বাড়ি, নেই আয়, হাতে মোটে ৩ হাজার, অবাক করবে BJP প্রার্থী রেখা পাত্রর সম্পত্তির হিসেব 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।