পূর্ণেন্দু সিংহ, বিষ্ণুপুর : কখনও দোকানে ঢুকে চা তৈরি, কখনও চপ ভেজে, আবার কখনও পথচারীদের পানীয় জল খাইয়ে জনসংযোগ সেরেছেন তিনি। এবার ভোটারদের মন জয় করতে টোটো চালালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।


রবিবাসরীয় ভোট প্রচারে বড় চমক সুজাতার। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রতনপুর অঞ্চলের মাদারবনি গ্রামে প্রচারে যান সুজাতা । সেখানে প্রচারের মাঝেই টোটো চালাতে শুরু করে দেন। টোটো চালাতে চালাতে প্রচার করে চমক দিলেন সুজাতা। 


টোটো চালাতে চালাতে আওড়ালেন 'শোলে' সিনেমার সেই বিখ্যাত সংলাপও। সেই সংলাপ মনে করে সুজাতার কথায়, টোটো এখন তাঁর 'ধন্নো'। 'বাসন্তী হ্যায় না ধন্নো মে', এই ডায়ালগ আওড়ে বিষ্ণুপুর থেকে বিজেপি ঘাঁটিকে উপড়ে ফেলার আওয়াজ তোলেন তিনি।


সুজাতা বলেন, "টোটো চালাতে মজা লাগে। জেলা পরিষদ ভোটে চালিয়েছিলাম। এই ভোটেও চালিয়েছি। আজ নিজেই টোটো চালিয়ে প্রচার করতে বেরিয়েছি। চল ধন্নো। এটাই আমার ধন্নো। এই ধন্নো নিয়েই চলেছি প্রচারে। এই বিশ্বাস, বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির ঘাঁটি উপড়ে ফেলব। বিজেপি নেতারা কোটি কোটি টাকার গাড়িতে চড়েন। আমরা মা-মাটি-মানুষ। আমি কোনওদিন টোটো, কোনওদিন অটো, কোনওদিন পায়ে হেঁটে, কোনওদিন ছোট হাতিতে...এভাবে চালাচ্ছি। আজ বাসন্তী হ্যায় না ধন্নো মে...।" 


বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার দুই প্রাক্তনের লড়াই। সংসারের আঙিনা ছেড়ে তাঁরা এবার ভোটের ময়দানে মুখোমুখি হয়েছেন। পুরনো কেন্দ্রে ফের দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে, তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে টিকিট দিয়েছে তৃণমূল। এই সুজাতাই ২০১৯ সালে স্বামীর হয়ে বিজেপির হয়ে প্রচার করেছিলেন। অর্থাৎ তিনি তখন ছিলেন বিজেপি। তাই তাঁর গেরুয়া চিহ্ন সম্বলিত সুজাতার বেশ কিছু ছবি রয়ে গিয়েছে। তা বলে সেই ছবি তৃণমূলের প্রচারে ? দিনকয়েক আগে বিষ্ণুপুরে দেখা যায় এমনই ছবি। মাঝখানে লেখা ছিল, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ এর নাম। ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর বাঁদিকে সুজাতা মণ্ডলের ছবি। সেই ছবিতেই দেখা গেছে, তিনি উত্তরীয় পরে রয়েছেন, সেই উত্তরীয়তে পদ্মফুলের ছবি। ফ্লেক্সের নিচে আবার লেখা , পলেমপুর তৃণমূল কংগ্রেস । ফ্লেক্সে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সুজাতাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়। আর সুজাতার গলায় জ্বলজ্বল করে পদ্ম-আঁকা উত্তরীয়। খণ্ডঘোষের পলেমপুরের এই ফ্লেক্সের ছবি ভাইরাল হতে সময় লাগেনি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।