সুনীত হালদার, হাওড়া: ভোট এলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা ঘটে। এটাই যেন দস্তুর। তাই এবার শান্তিপূর্ণ ভোটের (Loksabha Election 2024) জন্য ভোটারদের বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন শিল্পী স্বপন দত্ত। এদিন সকালে তাকে দেখা গেল হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান চত্বরে। 


শান্তিপূর্ণ ভোটের আহ্বান: নেশা এবং পেশায় বাউল শিল্পী স্বপন দত্তের বাড়ি পূর্ব বর্ধমানে। এই বাউল শিল্পী পথে-ঘাটে একতারা এবং ডুগডুগি বাজিয়ে নেচে নেচে গান গেয়ে বেড়ান। তাঁর গান শুনে ভাল লাগলে কখনও কখনও সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এভাবেই তাঁর দিন চলে। তবে ভোট এলে তিনি আর ঘরে বসে থাকতে পারেন না। প্রতিদিনই সকালে বেরিয়ে পড়েন জেলায় জেলায়। সেখানে পথে ঘাটে, বাসস্ট্যান্ডে, বাজারে অথবা স্টেশনের পাশে যেখানে মানুষ জমায়েত হয় সেখানেই শুরু করেন তাঁর গান। প্রত্যেকটা গান শান্তিপূর্ণ ভোট এবং নিজের ভোট নিজে দেওয়ার আবেদন নিয়ে লেখা এবং গাওয়া হয়।


পরনে বাউলের আলখাল্লা। হাতে একতারা এবং ডুগডুগি নিয়ে নাচতে নাচতে গান ধরেন শান্তিপূর্ণ ভোট দাও, শান্তিপূর্ণ ভোট। তিনি বলেন, "ভোটে যেন কোনওভাবেই মারামারি, কাটাকাটি, বোমাবাজি অথবা হিংসার ঘটনা যেন না ঘটে। ভোটে যেন কোন মায়ের কোল খালি না হয়। ভোট হল গণতন্ত্রের বড় উৎসব। সেখানে কেন হিংসার ঘটনা ঘটবে?" যাতে শান্তিপূর্ণ ভোট হয় তার জন্য তিনি পুলিশ, রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশনের কাছে গানের মাধ্যমে দায়িত্ব পালনের আবেদন জানিয়েছেন।


এই বাউল শিল্পী জানিয়েছেন এখনও পর্যন্ত রাজ্যের ২৩ টি জেলায় ঘুরে ঘুরে গান গেয়েছেন। এমনকি রাজনৈতিকভাবে উত্তপ্ত সন্দেশখালিতেও গান গেয়েছেন। আগামী ২০ মে হাওড়া এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট। তাই ভোটের আগে তিনি এদিন সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসেন। সেখানে গান গাওয়ার পর ব্যস্ত হাওড়া ময়দান এলাকায় জেলাশাসকের বাংলো এবং হাওড়া জেলা হাসপাতালের সামনে তাকে গান গাইতে দেখা যায়। হাওড়া ময়দানের পর তিনি উলুবেড়িয়াতেও যান গান শোনাতে। এদিন পথ চলতি মানুষেরা তাঁর গান শুনে থমকে দাঁড়ান। তাঁরা জানিয়েছেন যেভাবে ওই বাউল শিল্পী ভোট নিয়ে গানের মাধ্যমে  মানুষকে সচেতন করার কাজ করছে তা এক কথায় অভিনব। তাঁর গান খুব ভাল লেগেছে। তাঁরাও চান ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Supreme Court: বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে