নয়াদিল্লি : প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) 'আম্বানি-আদানি' খোঁচার পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক ভিডিও বার্তায় তিনি চাঁচাছোলা ভাষায় বললেন, এই প্রথমবার শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির নাম জনসমক্ষে নিলেন প্রধানমন্ত্রী। 


ভিডিও বার্তায় রাহুলকে বলতে শোনা যায়, "নমস্কার মোদিজি। একটু ভয় পেয়ে গেছেন কী ? মূলত বন্ধ দরজায়...আম্বানি-আদানিদের কথা বলেন আপনি। এই প্রথমবার মানুষের সামনে...আম্বানি, আদানি বলেছেন। আর আপনি এটাও জানেন যে, এঁরা টেম্পোতে টাকা পাঠান। এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ? একটা কাজ করুন, সিবিআই-ইডিকে এঁদের কাছে পাঠান। পুরো তদন্ত করান। দ্রুত করান। ভয় পাবেন না মোদিজি। পুরো দেশকে বলছি, যত টাকা নরেন্দ্র মোদি এঁদের দিয়েছেন, অত টাকাই আমরা দেশের গরিব মানুষকে দিতে চলেছি। 'মহালক্ষ্মী যোজনা', 'পহেলি নকড়ি পক্কি যোজনা'... এই যোজনার মাধ্যমে কোটি লোককে লাখপতি বানাব আমরা। ইনি ২২ জনকে আরবপতি তৈরি করেছেন। আমরা কোটি লোককে লাখপতি বানাব।" 


 






এদিন তেলেঙ্গানার সভা থেকে রাহুল গান্ধীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। আম্বানি-আদানিদের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেসের শেহজাদা গত ৫ বছর ধরে একটাই মালা জপছিলেন...পাঁচ উদ্যোগপতি। পরে ধীরে ধীরে বলতে শুরু করলেন...আম্বানি, আদানি। ৫ বছর ধরে। কিন্তু, যখন থেকে ভোট ঘোষণা হয়েছে ইনি আম্বানি-আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। তেলঙ্গানার মাটি থেকে জিজ্ঞাসা করতে চাই, শেহজাদা জানাক এই ভোটে আম্বানি-আদানির থেকে কত মাল (টাকা) তুলেছেন। টেম্পোতে ভরে টাকা কি কংগ্রেসের কাছে পৌঁছেছে ? কী চুক্তি হয়েছে যে আপনি রাতারাতি আম্বানি-আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিলেন ?"  


আজই রায়বরেলিতে এক নির্বাচনী জনসভায় প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra) অভিযোগ করেন, উত্তরপ্রদেশে যখন কৃষকরা আত্মহত্যা করছেন, তখন মোদি সরকার ধনকুবেরদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে। 


আরও পড়ুন ; বস্তাভর্তি কালো টাকা পেয়েছেন নাকি, এখন কেন আম্বানি-আদানি নিয়ে চুপ রাহুল? প্রশ্ন মোদির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।