কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। কখনও তিনি ত্রিশূল হাতে, কখনও গদা, কখনও হাতে ব্যাট। দিলীপের প্রচার মানেই রঙিন। দিলীপ ঘোষ মানেই চমক। তাঁকে ঘিরে বিতর্কও কম হয় না। কিন্তু তাতে তাঁর কিছু যায় আসে না। এবার দিলীপ ঘোষ প্রচারে গাইলেন হিন্দি ছবির গান।
দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, আর বিজেপির হয়ে ব্যাট ধরেছেন দিলীপ ঘোষ। প্রচারে নেমেই দিলীপ একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন কীর্তিকে। তবে এবার দিলীপ গাইলেন গান, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে। গাইলেন 'রাজা হিন্দুস্তানী' ছবির গান, 'পরদেশি পরদেশি' । এর আগে বারবার কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন দিলীপ। আর এই গান সে-কথা ভেবেই। আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট। তারপর কীর্তি আজাদের উদ্দেশে এই 'পরদেশি পরদেশি' গাইতে হবে বলেই কটাক্ষ করলেন তিনি।
মঙ্গলবার বর্ধমান শহরের বড়নীলপুরে চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই দিলীপ ঘোষ বলেন, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে উদ্দেশ্য করে ভোটের পরে তৃণমূল কর্মীদের এই গান গাইতে হবে। নিজেও দু কলে গেয়ে শোনান দিলীপ ঘোষ। শুধু তাই নয় গান শেষে বিজেপি মহিলা কর্মীদের আরও একটা পরামর্শ দেন দিলীপ ঘোষ। বলেন, "তখন আপনারা বললেন, অতিথি কব জায়ো গে"। সব মিলিয়ে দিলীপ ঘোষ এদিন ছিলেন পুরো ফিল্মি মেজাজে।
অন্যদিকে, এদিন আরও একটি বিষয় নিয়ে বিতর্ক হয়। দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। ২০২৩ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি ও সহ সভাপতি ছিলেন তিনি। এর পাশাপাশি, এদিন দিলীপ ঘোষের চা চক্রেও দেখা যায়নি বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা-কে। বদলে সেখানে দেখা যায় তাঁর বিপক্ষ বলে পরিচিত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী, বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়দের। এটা পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের প্রোগ্রাম, এই নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন :