iPhone: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল (Flipkart Big Saving Days Sale) শুরু হতে চলেছে আগামী ৩ মে। এই সেল চলবে ৯ মে পর্যন্ত। ফ্লিপকার্টের এই সেল শুরুর আগে ই-কমার্স সংস্থায় দাম কমেছে আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১২ (iPhone 12) মডেলে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে এবং ইএমআই ট্রানজাকশনে ফ্লিপকার্ট অতিরিক্ত ছাড় দিচ্ছে। এছাড়াও রয়েছে এসচেঞ্জ অফার। আইফোন ১৪ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। আর আইফোন ১২ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপ। 


এবার দেখে নেওয়া যাক আইফোন ১৪- র দাম ফ্লিপকার্টে কতটা কমেছে 


আইফোন ১৪, ১২৮ জিবি স্টোরেজ মডেলের নীল রঙের ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে এখন ৫৪,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৬৯,৯৯০ টাকা আইফোন ১৪- র ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৮,৯৯৯ টাকা। এছাড়াও আইফোন ১৪- র ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৮,৯৯৯ টাকা। সিটি ব্যাঙ্কের ওয়ান কার্ড ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশন করলে ক্রেতারা ১৫০০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে ওয়ান কার্ড ক্রেডিট কার্ডের সাহায্যে ফোন কিনলে ফ্লিপকার্ট দিচ্ছে ৭৫০ টাকা ছাড়। এরপরে আবার থাকছে প্রায় ৪৭,১০০ টাকা এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ। ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ৫০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। 


দাম কমেছে আইফোন ১২- এরও, ফ্লিপকার্টে এখন কিনতে পারবেন কত টাকায় 


ফ্লিপকার্টে আইফোন ১২- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ফ্লিপকার্টে ৪০,৯৯৯ টাকা। এর আসল দাম লঞ্চের সময় ছিল ৬৫,৯০০ টাকা। সমস্ত রঙের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই রয়েছে এই ছাড়। এই ফোনের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ৩৮,৬০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহারকারীরা ২০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও আইফোন ১২ কেনার ক্ষেত্রে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের। সিটি ব্র্যান্ডের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। আইফোন ১২- র ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এখন ফ্লিপকার্টে ৬৩,৯৯৯ টাকা। 


আইফোন ১৪ এবং আইফোন ১২ মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR স্ক্রিন। আইফোন ১৪- তে রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপ। অন্যদিকে আইফোন ১২ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপ। 


আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট সামার সেল শুরু হচ্ছে কবে? কোন কোন জিনিসের দামে কত ছাড় থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।