ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ । যেন রণক্ষেত্র মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই। কিছুতেই এগোতে দেবেন না তাঁরা দিলীপ ঘোষকে, সরব হলেন তৃণমূল কর্মীরা।  গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামল বিরাট পুলিশ বাহিনী। 


সোমবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছিল বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রের ভোট। বিক্ষিপ্ত কিছু অভিযোগ থাকলেও, পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণেই। এমনকী পুরে প্রচারপর্বে একে অপরের বিরুদ্ধে চোখা চোখা বাক্যবাণ ছোড়া সত্ত্বেও ভোটের দিন দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন কীর্তি ও দিলীপ। কিন্তু দুপুর গড়াতেই বেঁধে গেল ধুন্ধুমার। 


পাথর ছুড়ে ভাঙা হল গাড়ির কাচ


মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপকে দেখা মাত্র গো-ব্যাক ও জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। দিলীপকে আটকানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু তিনি এগোতে চাওয়ায় তাঁদের  সঙ্গে ধাক্কাধাক্কি বেঁধে যায় তৃণমূল কর্মীদের।


তারপরই পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ভাঙা হয় সংবাদমাধ্যমের গাড়িও ! 


পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিলীপের                           


পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান। 


দিলীপ ঘোষকে ঘিরে  তৃণমূলের বিক্ষোভের ঘটনায় সক্রিয় হল নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন  এল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে । কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

রণক্ষেত্র দুর্গাপুর 
অন্যদিকে, ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর। ১২ নম্বর ওয়ার্ডে ছড়াল উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ভোটের দিন কর্মীদের খাওয়ানো হচ্ছিল। সেখানে চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় বাইক। অভিযোগ অস্বীকার করে শাসকদল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।