মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চতুর্থ দফার ভোটে (Loksabha Election 2024) দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। দুর্গাপুরের স্টিলটাউনশিপ এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর।
দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর: এদিন দুর্গাপুরের ১২ নম্বর উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে বচসা শুরু হয়। তা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর করা হয় একাধিক বাইক। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
এদিন ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুরের আমড়াইগ্রাম এলাকা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ভোটের দিন কর্মীদের খাওয়ানো হচ্ছিল। সেখানে চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় বাইক। ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। অভিযুক্তরা গ্রেফতার না হলে, এখান থেকে নড়ব না বলে দাবি করেন বিজেপি বিধায়ক।
চতুর্থ দফার নির্বাচনে দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে।। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিধায়ককে উদ্দেশ্য করে চোর বিজেপি দূর হঠো স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গলসিতে ঝরল রক্ত। পাথর-লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। জখম তৃণমূল সমর্থক দুই টোটো চালক। বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় দুই নেতার অনুগামীরা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি' আক্রমণ মুখ্যমন্ত্রীর