বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোটের আবহে নির্বাচনের (Loksabha Election 2024) জন্য় অর্থ নেই বলে দাবি করল সিপিএম (CPM)। পূর্ব মেদিনীপুরে জনগণের কাছে G- Pay, Ph pay মারফত অনুদান চাওয়া শুরু করল বাম শিবির। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এবং বিজেপি।


অনুদানের আবেদন: প্রচন্ড আর্থিক সঙ্কট। আর্থিকভাবে নির্বাচন পরিচালনা করা খুব কঠিন। নির্বাচনের আগে ঠিক এইভাবেই বাছা বাছা শব্দ ব্য়বহার করে নিজেদের আর্থিক দুদর্শার কথা জানাল সিপিএম। শুধু জানাল না চাইল অনুদানও। অনুদান চাওয়া হল G- Pay, Ph pay মারফত। নির্বাচনী বন্ড থেকে কোন দল কত পেয়েছে এই নিয়ে যখন তোলপাড় জাতীয় রাজনীতি থেকে রাজ্য় রাজনীতি। সেই আবহে এবার সাধ্য়মত অর্থ দেওয়ার আর্জি নিয়ে কাঁথি এবং তমলুক লোকসভার বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছল সিপিএম। ভোটের আগে মানুষের মন জয় করতে প্রতিদিনই চলছে জাঁকজমক প্রচার। ঠিক তখনই AI অ্য়াঙ্কার এনে চমক দিয়েছে সিপিএম। বর্তমানে তাঁদেরই তহবিল কার্যত ফাঁকা বলে দাবি তোলায় শুরু হয়েছে বিতর্ক।                 


বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রচার: ভোট-প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence-কে কাজে লাগানো শুরু করেছে সিপিএম। কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা পড়ছে সিপিএমের খবর।সঞ্চালিকার নাম 'সমতা'। দোলের দিন সন্ধেয় সিপিএমের সোশাল মিডিয়া হ্যান্ডেলে আত্মপ্রকাশ করে 'সমতা'। এক সময় যে সিপিএমকে বৃদ্ধতন্ত্র নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে, বাম আমলে কম্পিউটারকে ঢুকতে না দেওয়ার অভিযোগে আক্রমণে বিদ্ধ হতে হয়েছে, সেই সিপিএমই এবার অভিনব প্রচার কৌশল নিয়ে হাজির হয়েছে। বিধানসভা ভোটের আগে, সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদের মতো ভারী শব্দ নয়, টুম্পা সোনার মতো সহজবোধ্য প্যারডির হাত ধরে ব্রিগেডমুখী হয়েছিল সিপিএম।আর এবার লোকসভা ভোটের আগে তারাই নিয়ে এল AI অ্যাঙ্কর। ভোটের মুখে আত্মপ্রকাশ করা সিপিএমের নতুন এই AI সঞ্চালিকাকে এবার থেকে দেখা যাচ্ছে দলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও খবর পড়ছে সিপিএমের AI-সঞ্চালক।            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Kolkata House Collapse: পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বাড়ির একাংশ, গ্রেফতার ২