রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এগিয়ে আসছে ভোট। জোরকদমে বাড়ছে প্রচার। বহরমপুরের (Poll Campaign In Berhampore) কান্দি মহকুমায় তারই ঝলক দেখা গেল আজ। একদিকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে দেখা গেল অলিগলিতে, অন্য দিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুরু করলেন পদযাত্রা।
প্রচারের ছবি...
এদিন হাইভোল্টেজ প্রচারের সাক্ষী থাকলেন কান্দির মানুষ। শহরের এক প্রান্তে পদযাত্রা করে তৃণমূলের তারকা প্রার্থী শহরের অলি-গলি ঘুরলেন, সারলেন জনসংযোগ। অন্য দিকে, তখনই নির্বাচনী প্রচারে পদযাত্রা শুরু করতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও। রবিবার কান্দি ব্লক ও শহর কংগ্রেসের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই পদযাত্রা হয় কান্দি শহরের জেমো এলাকায়। পদযাত্রা শেষে একটি বেসরকারি ভবনে কর্মিসভার আয়োজন রয়েছে।
প্রেক্ষাপট...
গত, ১০ মার্চ ব্রিগেডের 'জনগর্জন সভা' থেকে তৃণমূল যে প্রার্থিতালিকা প্রকাশ করেছিল, তাতে অন্যতম চমক ছিলেন ইউসুফ পাঠান। রাজ্য রাজনীতিতে কংগ্রেস বা নির্দিষ্ট করে বললে অধীর-গড় বলে পরিচিত বহরমপুর থেকে এই প্রাক্তন ক্রিকেটারকে প্রার্থী করার সময় একাধিক সমীকরণ মাথায় রেখেছিল জোড়াফুল নেতৃত্ব, এমনই শোনা যায়। যদিও ইউসুফের প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যেই তীব্র অসন্তোষ দেখা দেয়। ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীর এবিপি আনন্দের সামনে ক্ষোভ উগরে বলেছিলেন, 'এই চেষ্টা ফলপ্রসূ হবে না।' তাঁর মতে, 'মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ২২টি আসনের মধ্যে ২০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেই ২০ জনের মধ্যে থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা যেত না? গুজরাত থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসার মানে কী?' স্পষ্ট করে হুঙ্কার দেন, ভিন রাজ্য় থেকে ক্রিকেটার, কলকাতা থেকে গায়ক এনে লাভ নেই। গায়ক, খেলোয়াড় এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না। যদিও পরে সেই অবস্থান সম্পূর্ণ বদলে ফেলেন হুমায়ুন কবীর। বলেন, 'কে কোথায় প্রার্থী হবেন, তা ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের। আলোচনা না করে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করায় অভিমান হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। অভিষেকের নির্দেশ মেনে নিয়েছি।' সঙ্গে জানান, বহরমপুরে এবার ইউসুফ পাঠানই জিতবেন।
অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, 'তৃণমূল যদি ওঁকে সম্মানিত করতেই চাইত, তা হলে রাজ্যসভার ভোটে বহিরাগতদের না পাঠিয়ে ওঁকে পাঠাত...।'
আরও পড়ুন:নলহাটিতে প্রচারে বেরিয়ে গ্রামবাসীর ক্ষোভ শুনলেন শতাব্দী !