তুহিন অধিকারী, বাঁকুড়া: বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশে লোকসভা নির্বাচন (Loksabha Elections 2024) চলছে। গণতন্ত্রের এই উৎসবে যাতে সবাই যোগ দেন তার জন্য নানা ধরনের প্রচার চালাচ্ছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও অভিনব সব পরিকল্পনা নিয়েছে মানুষকে ভোটদানে উৎসাহিত করতে। এই সবের মাঝেই একা একা নিজের উদ্যোগে বিভিন্ন জায়গায় ঘুরে বাউল গান গেয়ে সাধারণ মানুষকে বুথমুখী করতে উদ্য়োগ নিয়েছেন বর্ধমানের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বপন দত্ত বাউল।


লোকসভা নির্বাচনের জন্য উৎসবের চেহারা গোটা দেশে। ইতিমধ্যে আমাদের রাজ্য তথা দেশে দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ মে নির্বাচন রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ কেউ কারোর জন্য। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচার। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের উৎসাহিত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। 


শুক্রবার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা গেল বর্ধমানের স্বপন দত্ত বাউলকে। বাউল গানের মধ্যে দিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করলেন তিনি। বিভিন্ন দোকানে গিয়ে, পথচলতি মানুষের কাছে এমনকী বাসে চেপে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের একটা ভোট কতটা মূল্যবান তা বাউল গানের মধ্যে দিয়ে তুলে ধরে জনসম্মুখে। পরে সংবাদমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান, দাঙ্গা বা হাঙ্গামা নয়। কোনও মায়ের কোল যাতে খালি না হয় সেই দিকে নজর রাখতে হবে সকলকেই। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তিনি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রচারে বাউল গানের ঝুড়ি নিয়ে।


আরও পড়ুন: Loksabha Election 2024: অমেঠিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে টিকিট কংগ্রেসের, কে এই কে এল শর্মা ?


প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দুটো দফার নির্বাচনের আগেও স্বপন দত্ত বাউল দেগঙ্গা থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষকে ভোটদানে উৎসাহিত করেছেন। তবে শুধু এই লোকসভা ভোটেই নয় এর আগেও অনেকগুলো নির্বাচনে তাঁকে একই কাজ করতে দেখেছেন রাজ্যের মানুষ। কোনও রকম রাজনৈতিক দলের কথা উল্লেখ্য না করে শুধু মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার জন্যই এই কাজ করে থাকেন স্বপন দত্ত বাউল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Narendra Modi : এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির