কলকাতা : এবার চতুর্থ দফায় লোকসভা ভোট (Loksabha Election Fourth Phase 2024)। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পশ্চিমবঙ্গে আটটি আসনে রয়েছে ভোট। ১৩ মে ভাগ্য নির্ধারণ হবে এরাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।  


কোন রাজ্যে কতগুলি কেন্দ্রে ভোট ?


এই দফায় সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে, জম্মু  ও কাশ্মীরের মাত্র একটি কেন্দ্রে রয়েছে ভোট।



  • অন্ধ্রপ্রদেশ - ২৫

  • বিহার- ৫

  • জম্মু ও কাশ্মীর- ১

  • ঝাড়খণ্ড- ৪

  • মধ্যপ্রদেশ-৮

  • মহারাষ্ট্র-১১

  • ওড়িশা- ৪

  • তেলেঙ্গানা- ১৭

  • উত্তরপ্রদেশ- ১৩

  • পশ্চিমবঙ্গ-৮


একনজরে চতুর্থ দফায় হেভিওয়েট প্রার্থীরা-



  • অধীর চৌধুরী- কংগ্রেস - বহরমপুর (পশ্চিমবঙ্গ)

  • অখিলেশ যাদব - সমাজবাদী পার্টি- কনৌজ (উত্তরপ্রদেশ)

  • মহুয়া মৈত্র - তৃণমূল কংগ্রেস- কৃষ্ণনগর (পশ্চিমবঙ্গ)

  • দিলীপ ঘোষ- বিজেপি- বর্ধমান দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)

  • শত্রুঘ্ন সিংহ - তৃণমূল কংগ্রেস- আসানসোল (পশ্চিমবঙ্গ)

  • গিরিরাজ সিংহ - বিজেপি- বেগুসরাই (বিহার)

  • ওয়াই এস শর্মিলা - কংগ্রেস- কড়পা (অন্ধ্রপ্রদেশ)

  • অর্জুন মুণ্ডা - বিজেপি- খুন্তি (ঝাড়খণ্ড)

  • মাধবীলতা- বিজেপি- হায়দরাবাদ (তেলেঙ্গানা)


রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট, প্রার্থী কারা ?



  • বহরমপুর- অধীর চৌধুরী (কংগ্রেস)- ইউসুফ পাঠান (তৃণমূল কংগ্রেস)- নির্মল কুমার সাহা (বিজেপি)

  • কৃষ্ণনগর- মহুয়া মৈত্র (তৃণমূল কংগ্রেস)- অমৃতা রায় (বিজেপি)- এস এম সাদি (সিপিএম)

  • রাণাঘাট- মুকুটমণি অধিকারী (তৃণমূল কংগ্রেস), জগন্নাথ সরকার (বিজেপি)- অলোকেশ দাস (সিপিএম)

  • বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার (তৃণমূল কংগ্রেস), অসীম সরকার (বিজেপি)- নীরব খাঁ (সিপিএম)

  • বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (বিজেপি), সুকৃতি ঘোষাল (সিপিএম)

  • আসানসোল- শত্রুঘ্ন সিনহা (তৃণমূল কংগ্রেস)- এসএস আহলুওয়ালিয়া (বিজেপি)- জাহানারা খান (সিপিএম)

  • বোলপুর- অসিত কুমার মাল (তৃণমূল কংগ্রেস), পিয়া সাহা (বিজেপি), শ্যামলী প্রধান (সিপিএম)

  • বীরভূম- শতাব্দী রায় (তৃণমূল কংগ্রেস), মিল্টন রশিদ (কংগ্রেস), দেবতনু ভট্টাচার্য (বিজেপি)


রাজ্যে এ দফায় ভোট হতে চলা ৮টি কেন্দ্র ছড়িয়ে রয়েছে ৫টি জেলায়। মোট ৭৫ জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ। এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ ২০২২ সালে এই আসনে ২ লক্ষর বেশি ভোটে জেতেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।