সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) ধূলাগড়ে সিপিএম (CPM) প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। মিছিলে হাঁটায় বাম কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল উপপ্রধানের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেতা। হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম প্রার্থী।
সিপিএম প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা: রবিবার সকালে সাঁকরাইলের ধূলাগড়ে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। অভিযোগ, মিছিল শেষ হতেই রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মীরা।লাঠিসোটা নিয়ে চড়াও হন সিপিএম কর্মীদের ওপর। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে।সিপিএম কর্মীদের অভিযোগ,ধূলাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আখতার হোসেন লস্করের নেতৃত্বেই তাঁদের ওপর হামলা হয়। এবিষয়ে ধূলাগড়ের সিপিএম কর্মী আজিজুল ইসলাম লস্কর বলেন, “মিছিল শেষ হওয়ার পরেই ঝান্ডা ভেঙে দিয়েছে।মারধর করেছে।বলছে পুলিশ চলে গেলে কে দেখবে তোমাদের তখন দেখে নেব।’’ যদিও হামলার এই অভিযোগ উড়িয়ে সিপিএমকেই দায়ী করেছেন তৃণমূলের উপপ্রধান। আখতার হোসেন বলেন, “প্রার্থী এসে এলাকায় জল-টল লোক খাইয়েছে।সিপিএমের কয়েকজন ছিল। বহিরাগত ছিল। প্রার্থী চলে যাওয়ার পর অশান্তি করে।তখন এলাকার লোক ঘিরে ধরে।
হুঁশিয়ারি সিপিএম প্রার্থীর: খবর পেয়ে ফের ধূলাগড়ে যান সিপিএম প্রার্থী। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাওড়া সদর লোকসভা কেন্দ্র সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “গণতন্ত্রে সব মানুষকে কথা বলতে দিতে হবে।সিপিএম মিছিল করতে পারবে না।এখানকার ১১টা বুথ যদি অতি স্পর্শকাতর ঘোষণা না করে আমি হাইকোর্টে যাব।’’
এদিকে বিমান বসুর সঙ্গে সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি করেন অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, 'ভোটে জোট ভাল ফল করলে, তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী থাকার জন্য বিজেপির সঙ্গে আঁতাঁত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতীশের মতো বিজেপির সঙ্গে জোট করে মমতা সরকার গড়লে অবাক হবেন না।' এবারের ভোটে তৃণমূলের স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান বসু। বিমান বসু বলেন,"বিজেপিকে হাতে ধরে বাংলায় নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়ার কারণেই রণহুঙ্কার। চুরি করে ফাঁক করে দিচ্ছে, আবার গর্জন করছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'দল চেয়ার দিলেও শো-পিস করে রেখেছে' বিস্ফোরক বলগড়ের তৃণমূল বিধায়ক