রুমা পাল, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর (Central Force) রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কি না, নজর কমিশনের (Election Commission Of India)। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। ২৯ মার্চ থেকে সিআরপিএফ-কে রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ কমিশনের। জানাতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিককেও।


কমিশনের রুটমার্চ-নির্দেশ: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কি না, সেদিকে এবার নজর কমিশনের। ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফ-কে। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে হার্ড কপি ও ই-মেলের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। 


লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে অতীতে কংগ্রেস, বাম থেকে বর্তমানে তৃণমূল।সব জমানাতেই বাংলায় ভোট সন্ত্রাস ও হিংসার ছবি ধরা পড়েছে। এই অবস্থায় বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনের কাছে বরাবরই কড়া চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে, লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই, মার্চের প্রথম সপ্তাহে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বাংলায়। ১৯ এপ্রিল, প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ হবে।


নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগেই রাজ্যে আসতে চলেছে আরও কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলায় প্রথম দফার ভোটে মাত্র ৩টি আসনের জন্য থাকবে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা ওই ৩ কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তেও পারে। ভোট হিংসা এড়াতে ইতিমধ্যেই পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেট মিলিয়ে রাজ্যের ৩৫টি জায়গায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার ৩টি পুলিশ জেলা ও ২টি পুলিশ কমিশনারেট মিলিয়ে ইতিমধ্যে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এপ্রিলের প্রথম দিনই রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে ১৫ কোম্পানি CRPF, ৫ কোম্পানি BSF এবং ৭ কোম্পানি CISF। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabaha Election 2024: টাকার উৎস সম্পর্কে মেলেনি সদুত্তর, আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, কমিশনকে চিঠি ED-র