করুণাময় সিংহ, আবির দত্ত ও রাজীব চৌধুরী, কলকাতা : বাংলায় তৃতীয় দফার ভোটেও পিছু ছাড়ল না অশান্তি। কোথাও এজেন্ট, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিনগরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বাঁধল সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের। ইংরেজবাজারে 'গো ব্যাক' স্লোগান শুনলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। 


হুমকি, বচসা, হাতাহাতি, মারধর। কোথাও এজেন্ট, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বাংলায় তৃতীয় দফার ভোটেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো গেল না।


মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই দাপিয়ে বেড়াতে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীকে।ইংরেজবাজারে বুথ পরিদর্শনে গিয়ে গো ব্য়াক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "একদিকে কাকলি চৌধুরী, এখানকার কাউন্সিলর, তিনি তিনদিন ধরে ভোটারদের ভোট দিতে বিরত করার চেষ্টা করেছেন। ভোটারদের ভয় খাওয়ানোর চেষ্টা করেছেন। তিনি চেয়ার নিয়ে ঠিক গলির মুখে বসে আছেন। তাঁর সঙ্গে তাঁর স্বামী যিনি এখানকার পৌরসভার চেয়ারম্যান তিনি দাঁড়িয়ে আছেন। দুজনে দুটো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন। যেন এখানকার ভোটাররা ভোট দিতে না পারেন।"


ইংরেজবাজার পুরসভা চেয়ারম্যান ও তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "একটা ভোটার বলুক যে, আমরা তাঁকে প্রভাবিত করছি বা ভয় দেখাচ্ছি কিছু। আমার এলাকায় বাড়ি, আমি থাকতে পারি না? উনি (শ্রীরূপা মিত্র চৌধুরী) থাকছেন, প্রোভোক করছেন, উনি গন্ডগোল করার চেষ্টা করছেন।"

মালদার মানিকচকের গোপালপুর-নাসুটোলায় কংগ্রেস এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আবার মালদা দক্ষিণের সুজাপুর বিধানসভা এলাকায় বুথ থেকে বার করে, তৃণমূলের এজেন্ট-সহ ৩ জনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বাঁশপেটা করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির মহিলা এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।


সুতির বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথের বাইরে তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদের রানিনগরের নজরানা এলাকায় আবার উলটপুরাণ। তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। BDO-র সামনেই বোমাবাজির অভিযোগ তুললেন ভোটাররা। রানিনগরের কেশবপুর নওদাপাড়ায়, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, "তিন জন গুন্ডা আর পুলিশ অফিসার ভোটারদের আটকাচ্ছেন, আমাদের আচকাচ্ছেন।"

ভোট শুরুর আগে ভোররাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাথরঘাটায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের তরফে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, "পশ্চিমবঙ্গে চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল। চারটিতেই আমরা বাউন্ডারি মেরেছি। অনেক মানুষ সাধারণভাবে যাঁরা আমাকে ফিডব্যাক দেন, কাতারে কাতারে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, আজকে দেখা গেল মালদা-মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশুভ আঁতাঁত।  বিজেপি, কংগ্রেস ও সিপিএম সকলে একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছিল।"


ভোটের ফল ৪জুন।