আবির দত্ত, কলকাতা: উলুবেড়িয়া, শ্রীরামপুরের পর এবার খাস কলকাতা। ফের শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে (Central Force Arrest)। 


শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার: পঞ্চম দফার ভোটের আগের দিন হাওড়ার উলুবেড়িয়া এবং ভোটের দিন হুগলির শ্রীরামপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। আর সপ্তম দফা ভোট মিটতেই ফের শ্লীলতাহানির অভিযোগ। বারুইপুর থেকে ভোটের (Loksabha Election 2024) ডিউটি করে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত CRPF জওয়ানকে গ্রেফতার করল চিৎপুর থানার পুলিশ। পাইকপাড়ার বাসিন্দা দুই বোন বাড়িতে ছিলেন। অভিযোগ, গতকাল রাতে আড়াইটে নাগাদ ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় পাইকপাড়ার ওই বাড়িতে ঢুকে তাঁদের শ্লীলতাহানি করেন। স্থানীয়রা অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ। পরে চিৎপুর থানার পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করে।                 


আগেও শ্লীলতাহানির অভিযোগ: পঞ্চম দফার ভোটের আগের রাতে, জাঙ্গিপাড়ায় বুথের পাশেই একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে যৌন নিগ্রহ করে এক ITBP জওয়ান।  স্থানীয়সূত্রে খবর, অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন গ্রামবাসীদের একাংশ। চুলের মুঠি ধরে মার থেকে অনবরত গালিগালাজ, বাদ যায়নি কিছুই। পরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় জাঙ্গিপাড়া থানার হাতে। একইভাবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কুলগাছিয়ায় ভোটের ডিউটিতে আসা BSF জওয়ানের বিরুদ্ধেও ওঠে শ্লীলতাহানির অভিযোগ। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হলে ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেয় কমিশন।    


ভোটের ডিউটিতে আসা জওয়ানদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেখানে পারছে, সেখানে মহিলাদের ওপরে অত্য়াচার করছে এরা। বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হল, জাঙ্গিপাড়াতে হল। যে রক্ষক, সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না! যেমন মোদি তেমনি তার ফোর্স। যেমন অমিত শাহ, তেমন তেমনি তার ফোর্স। এইসবই তো গুজরাতে করেছিল।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ, দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে শুরু পুনর্নির্বাচন